প্রয়াত ‘দৃশ্যম’, ‘রকি হ্যান্ডসাম’ ছবির পরিচালক নিশিকান্ত কামাট

গত ৩১ জুলাই হায়দরাবাদের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় নিশিকান্তকে। সেখানেই সোমবার মৃত্যু হয় ওই পরিচালকের।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৭ অগস্ট ২০২০ ১৫:২৩
Share:

নিশিকান্ত কামাট।

প্রয়াত হলেন ‘দৃশ্যম’,‘মাদারি’-সহ একগুচ্ছ হিট ছবির পরিচালক নিশিকান্ত কামাট। বয়স হয়েছিল ৫০। বেশ কিছু দিন ধরেই ‘সিরোসিস অব লিভার’ রোগে আক্রান্ত ছিলেন তিনি। গত ৩১ জুলাই হায়দরাবাদের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় নিশিকান্তকে। সেখানেই সোমবার মৃত্যু হয় ওই পরিচালকের।

Advertisement


হাসপাতাল সূত্রে খবর, জন্ডিসেও আক্রান্ত হয়েছিলেন নিশিকান্ত। ভর্তি ছিলেন আইসিইউতে। তাঁর জন্য মেডিকাল বোর্ড গঠন করা হয়েছিল।তবে শেষরক্ষা হয়নি। ১৯৭০ সালে মহারাষ্ট্রের দাদারে জন্ম হয় নিশিকান্তের। তাঁর পরিচালিত প্রথম হিন্দি ছবি ‘হাওয়া আনে দে’মুক্তি পেয়েছিল ২০০৪ সালে। তাঁর মৃত্যুতে শোকের ছায়া বলিউডে। অভিনেতা অজয় দেবগণ লেখেন, "ওর পরিচালনায় আমি দৃশ্যমে কাজ করেছি। তবে এর বাইরেও ওর সঙ্গে আমার ব্যক্তিগত আলাপ ছিল বড্ড তাড়াতাড়ি চলে গেল"। শোকপ্রকাশ করেছেন অভিনেতা হৃতেশ দেশমুখও।

সোমবার সকালেই পরিচালকের ঘনিষ্ঠ বন্ধু মারাঠি অভিনেতা জয়বন্ত ওয়াড়কার একটি পোস্টে জানান নিশিকান্ত মারা গিয়েছেন। মুহূর্তেই এই খবর ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। অভিনেতা মাধবন, রেনুকা সহ অন্যান্য সেলেবরাও নিশিকান্তের মৃত্যুর ‘ খবরে’ শোকবার্তা দেন। কিন্তু এর কিছুক্ষণের মধ্যেই নিশিকান্তের আর এক বন্ধু পরিচালক মিলাপ জাভেরি সংবাদ সংস্থা পিটিআইকে জানান, নিশিকান্তের অবস্থা সঙ্কটজনক হলেও তিনি জীবিত রয়েছেন। যদিও আজ বিকেলবেলা হাসপাতাল সূত্রে জানান হয়, তিনি প্রয়াত।

Advertisement

বহু মরাঠি এবং হিন্দি ছবি পরিচালনা করেছেন নিশিকান্ত। তবে তাঁর কেরিয়ার গ্রাফে সবচেয়ে উল্লেখযোগ্য ছবি ‘দৃশ্যম’ যা মুক্তি পেয়েছিল ২০১৬ সালে। অজয় দেবগণ, তব্বু অভিনীত এই মনস্তাত্বিক ছবি বক্স অফিসে অভূতপূর্ব সাফল্য লাভ করেছিল। জন আব্রাহাম অভিনীত ‘রকি হ্যান্ডসাম’ ছবিরও পরিচালক ছিলেন তিনি। ওই ছবিতে এক নেগেটিভ চরিত্রে অভিনয়ও করেছিলেন তিনি। মরাঠি ছবি ‘ডমিভালি ফাস্ট’-এর জন্য জাতীয় পুরস্কারও পেয়েছিলেন পরিচালক। তাঁর মৃত্যুতে শোকের ছায়া বলিউডে।

আরও পড়ুন- করোনায় আক্রান্ত পরিচালক রাজ চক্রবর্তী

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement