Ritu Shivpuri

অক্ষয় কুমারের সঙ্গে টপলেস শুট, মেকওভারে ভোলবদল, ‘লাল দুপাট্টেওয়ালি’ নায়িকাকে মনে আছে?

ইনি বলিউডের এমন এক নায়িকা, যাঁর নাম শুনে একটা গান মনে পড়বেই। সেই গানের সঙ্গে জড়িয়ে নয়ের দশকের নস্টালজিয়া।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৪ জুন ২০১৯ ১৩:২৭
Share:
০১ ১২

ইনি বলিউডের এমন এক নায়িকা, যাঁর নাম শুনে একটা গান মনে পড়বেই। সেই গানের সঙ্গে জড়িয়ে নয়ের দশকের নস্টালজিয়া।

০২ ১২

গোবিন্দা ও চাঙ্কি পাণ্ড্যর সঙ্গে এই নায়িকাকে দেখা গিয়েছিল ‘ও লাল দুপাট্টেওয়ালি তেরা নাম তো বাতা’ গানে।

Advertisement
০৩ ১২

শুধু গান নয়, গানের সঙ্গে নাচটিও হয়েছিল বেশ বিখ্যাত। ১৯৯৩ সালে ‘আঁখে’ ছবিটি ছিল বিগেস্ট ব্লকবাস্টার। সেই ছবিরই নায়িকা তিনি।

০৪ ১২

‘হদ কর দি আপনে’, ‘আর ইয়া পেয়ার’, ‘ভাই ভাই’, ‘লজ্জা’, ‘শক্তি’ ছবিগুলিও হয়েছিল অত্যন্ত জনপ্রিয়।

০৫ ১২

অভিনেতা ওম শিবপুরীর মেয়ে এই নায়িকা ঋতু সেই সময়ে অক্ষয় কুমারের সঙ্গে টপলেস ছবিতে একটি ম্যাগাজিনের প্রচ্ছদে ধরা দেন। তা নিয়ে চূড়ান্ত বিতর্ক হয়েছিল।

০৬ ১২

নায়িকা বিয়ের পর অভিনয় ছেড়ে দেন। ব্যবসায়ী হরি ভেঙ্কটকে বিয়ে করেছিলেন তিনি। ছেড়ে দেন মডেলিংয়ের পেশাও।

০৭ ১২

তাঁর যমজ সন্তানও রয়েছে। কেরিয়ারে ব্রেক নিয়ে তাঁদেরই মানুষ করছিলেন ঋতু।

০৮ ১২

অনিল কপূরের টিভি শোয়ে ফের ফিরে আসেন বলিউডে। কিন্তু ধীরে ধীরে মেক ওভারের পর তাঁকে যেন আর চেনাই যাচ্ছে না, এমনটাও বলেন অনেকে।

০৯ ১২

‘ইস পেয়ার কো ক্যায়া নাম দু’ শোয়ে টেলিভিশনেও জনপ্রিয়তা পান তিনি। কিন্তু এই ঋতুকে দেখে আর চেনাই যায় না।

১০ ১২

যোগাভ্যাস ও মেক ওভারের মাধ্যমে নিজেকে একেবারে বদলে ফেলেছেন তিনি।

১১ ১২

‘নজর’ নামে একটি সুপারন্যাচারাল শোয়ে দেখা গিয়েছে তাঁকে। হিরোইন এখন ভিলেনের চরিত্রেই জনপ্রিয়তা পেয়েছেন দর্শকের কাছে।

১২ ১২

তবে সাদামাটা চেহারার তরুণী নায়িকা এখন আরও বেশি গ্ল্যামারাস হয়ে গিয়েছেন, বয়স হার মেনেছে, এমনটাই বলছেন সিনেপ্রেমীরাও।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement