katrina kaif

Katrina Kaif: বলিউডের ১৯ বছরে, বিলাসবহুল গাড়িতেই মজে ক্যাটরিনা

প্রায় এক যুগের বেশি কাটিয়ে ফেলেছেন ইন্ডাস্ট্রিতে। এই কয়েক বছরে ক্যাটরিনার গাড়ির তালিকা দেখলে অবাক হবেন।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৬ জুলাই ২০২২ ১৪:১৭
Share:

জানেন কি ক্যাটরিনার সম্পত্তির পরিমাণ কত?

১৬ জুলাই ৩৯ বছরে পা দিলেন ক্যাটরিনা কইফ। ইতিমধ্যে এক দশকেরও বেশি সময় কাটিয়ে ফেলেছেন ইন্ডাস্ট্রিতে। সলমন খান, শাহরুখ খান, আমির খানের পাশাপাশি তিনিও এখন একশো কোটির ক্লাবের সদস্য। ঝুলিতে একের পর এক হিট ছবি, হিট গান। বর্তমানে বলিউডের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেত্রীদের মধ্যে অন্যতম ক্যাটরিনা। কিন্তু জানেন কি, বলিউডে এই কয়েক বছরে কোন শখটাকে এগিয়ে নিয়ে চলেছেন নায়িকা?

Advertisement

যাঁর এত সাফল্য, তাঁর কিছু শখও থাকবে না— তা কি কখনও হয়! বিলাসবহুল গাড়ি অভিনেত্রীর বড্ড পছন্দের। ‘রেঞ্জ রোভার’, ‘অডি কিউ৭’, ‘মার্সিডিজ’, ‘ল্যান্ড রোভার’— কী নেই সেই তালিকায়!

Advertisement

এই কয়েক বছরে সম্পত্তির পরিমাণও কিছু কম নয় নায়িকার। মুম্বই সংবাদ সংস্থা সূত্রের খবর অনুযায়ী, নায়িকার মোট সম্পত্তির মূল্য প্রায় ৩০৬ কোটি টাকা। প্রতি সিনেমা পিছু ১০ কোটি টাকা পারিশ্রমিক নেন অভিনেত্রী। আর বিজ্ঞাপনী শ্যুট করতে নেন প্রায় কোটি টাকার উপরে।

২০০৩-এ ‘বুম’ ছবির হাত ধরে বলিউডে যাত্রা শুরু নায়িকার। সেই ছবিতে অমিতাভ বচ্চন, গুলশন গ্রোভারকেও দেখেছিলেন দর্শক। তখন ভাল করে হিন্দি পর্যন্ত বলতে পারতেন না নায়িকা।

তবে আজকের পরিস্থিতিটা সম্পূর্ণ আলাদা। এক দিকে কাজের ব্যস্ততা, অন্য দিকে ভিকি কৌশলের সঙ্গে চুটিয়ে সংসার করছেন অভিনেত্রী। সোনম কপূর, আলিয়া ভট্টের অন্তঃসত্ত্বা হওয়ার খবরের শোরগোলের ফাঁকে বলিপাড়ায় রটে গিয়েছিল মা হতে চলেছেন ক্যাটরিনাও। সে সবের মধ্যেই বিয়ের পরের প্রথম জন্মদিনটা স্বামীর সঙ্গে উদ‌্‌যাপন করতে মলদ্বীপ উড়ে গেলেন অভিনেত্রী।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement