সেজে উঠছে কলকাতা। সেজে উঠছে গোটা দেশ। আলোর এ সাজ দীপাবলির জন্য। কালীপুজোই হোক বা দিওয়ালি— বাজি ফাটানোর চল রয়েছে গোটা দেশে। আর সেখানেই লুকিয়ে থাকে বিপদ। অসাবধান হলে তার মূল্য দিতে হয় ভয়ানক। সে কারণেই আমাদের আবেদন আনন্দের হোক আপনার দীপাবলি। এই উত্সব আলোর, শব্দ বা দূষণের নয়। এই দীপাবলি হোক সকলের।
আরও পড়ুন, দীপাবলি হোক আনন্দের, বার্তা দিলেন মনামী ও অগ্নিমিত্রা
আনন্দের দীপাবলি যেন আনন্দেই শেষ হয়। এই শপথ নিচ্ছে আনন্দবাজার ডট কম। আমরা পাশে পেয়েছি সেলেবদেরও। তাঁরাও এই সুরে সুর মিলিয়েছেন। পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় শব্দ বাজির বিপক্ষে। আলোর উত্সবে আলোর বাজির পক্ষেই মত দিয়েছেন তিনি। পাশাপাশি বাংলা ছবি দেখারও পরামর্শ দিয়েছেন। মডেল অঙ্কিতা সাহা সওয়াল করলেন পশু-পাখিদের নিয়ে। যে কোনও রকম বাজি থেকে তাদের দূরে রাখার পরামর্শ দিয়েছেন তিনি। মডেল মৌলি হালদারের মত, আনন্দ করুন কিন্তু সাবধানে।
আরও পড়ুন, খুশির দীপাবলিতে এমন ঘটনা চাই না
এই উদ্যোগে আপনারাও আমাদের সঙ্গে থাকুন।