Disha Patani

Disha Patani: লোকে নিখুঁত বলে, নিজেকে পর্দায় দেখলে চোখ চাপা দেন দিশা!

দিশা পটানি মনে করেন, তাঁর উপস্থিতি বিশ্রী। নিজেকে দেখতে একটুও ভাল লাগে না তাঁর। সাফল্যের মুখে দাঁড়িয়েও নিজেই বললেন সে কথা।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৩ জুলাই ২০২২ ১৫:৪৩
Share:

নিজের অভিনয় দেখতে ঘৃণা হয় দিশার?

বলিউডে পা রাখার শুরু থেকেই পর পর সাফল্য। পর্দায় দিশা পটানির উপস্থিতি দর্শকের মন জয় করে নিয়েছে। তবু নিজের অভিনয় নিয়ে একেবারেই সন্তুষ্ট নন অভিনেত্রী। পর্দায় তাঁকে দেখা গেলে নাকি চোখে হাত চাপা দেন নায়িকা! সেই অনুভূতি ভাগ করে নিলেন সম্প্রতি।

Advertisement

মোহিত সুরি পরিচালিত ‘এক ভিলেন রিটার্নস’-এর মুক্তি এগিয়ে আসছে। বর্তমানে তারই প্রস্তুতি নিচ্ছেন দিশা। এক সাক্ষাৎকারে দিশাকে জিজ্ঞাসা করা হয়েছিল, কী করে তিনি নিজেকে এত 'নিখুঁত' ভাবে পর্দায় উপস্থাপন করেন? তিনি বলেছিলেন, বিষয়টা একেবারে উল্টো। আসলে তিনি নিজেকে পর্দায় দেখতে ঘৃণা বোধ করেন।

দিশার কথায়, ‘‘আমি নিজেকে দেখতে পছন্দ করি না। আমি যখনই আমার ছবি দেখি, অর্ধেক সময়েই চোখ ঢেকে রাখি।’’

Advertisement

সুশান্ত সিং রাজপুত অভিনীত ‘এমএস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’-তে বলিউডে আত্মপ্রকাশ করেছিলেন দিশা। এর আগে তাঁকে তেলুগু ছবি ‘লোফার’-এ দেখা গিয়েছিল। ‘বাঘি ২’-এ টাইগার শ্রফের বিপরীতে অভিনয় করেছেন। কাজ করেছেন চিনের অ্যাকশন কমেডি 'কু'-তেও।

২৯ জুলাই মুক্তির অপেক্ষায় থাকা ‘এক ভিলেন রিটার্নস’ ছাড়াও দিশার ঝুলিতে রয়েছে কর্ণ জোহরের 'যোধা'। চলতি বছর ১১ নভেম্বর সেই ছবিটি মুক্তি পাওয়ার কথা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement