পরিচালক বিজয় রত্নাকর গুট্টে।
মুক্তির আগেই সাড়া ফেলেছে ‘দ্য অ্যাক্সিডেন্টল প্রাইম মিনিস্টার’। ছবির লুক নিয়ে আলোচনা চলছে সিনে ইন্ডাস্ট্রিতে। ফের শিরোনামে এল এই ছবি। এ বার অবশ্য কারণটা একেবারেই আলাদা।
‘দ্য অ্যাক্সিডেন্টল প্রাইম মিনিস্টার’- পরিচালক বিজয় রত্নাকর গুট্টেকে জালিয়াতির অভিযোগে গ্রেফতার করা হয়েছে বলে খবর। তিনি ৩৪ কোটি টাকা জি এসটি ফাঁকি দিয়েছেন বলে অভিযোগ। মুম্বই আদালত বিজয়কে আগামী ১৪ অগস্ট পর্যন্ত বিচার বিভাগীয় হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে।
অভিযোগ, বিজয়ের কোম্পানি ভিআরজি ডিজিটাল কর্পোরেশন প্রাইভেট লিমিটেড অ্যানিমেশন এবং ম্যান পাওয়ার সার্ভিসের ক্ষেত্রে জিএসটি ফাঁকি দিয়েছে। সিজিএসটি আইনের ১৩২ (১) (সি) ধারায় বিজয়কে আটক করা হয়েছে। তবে এ সব নিয়ে প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি পরিচালক।
আরও পড়ুন, আমি এক মুসলিম মায়ের জারজ সন্তান, বিস্ফোরক মহেশ
সব কিছু ঠিক থাকলে ‘দ্য অ্যাক্সিডেন্টল প্রাইম মিনিস্টার’ মুক্তি পাবে চলতি বছরের ২১ ডিসেম্বর। বিজয়ের এই জালিয়াতির ঘটনা ছবি মুক্তিতে কোনও প্রভাব ফেলে কি না সেটাই দেখার।