ছবির একটি দৃশ্যে পরাণ বন্দ্যোপাধ্যায় এবং লিলি চক্রবর্তী।
‘১৮ পে-র কাছে, ১৪ পে আছে।’
ভাবছেন নিশ্চয়ই, শুরুতেই এ সব কী লেখা হয়েছে? আসলে এটা একটা ধাঁধা। সূত্রও বলতে পারেন। একটা কলম খোঁজার সূত্র। তাও আবার যে সে কলম নয়। স্বয়ং লর্ড কার্জনের কলম! আপনাকেও দিলাম এই সূত্র। এ বার খুঁজে বের করুন তো, কোথায় আছে সেই কলম?
আরও পড়ুন, ‘ভুতু’ ফের বাংলায় ফিরছে, তবে…
এখনও কি ধাঁধা মনে হচ্ছে? তা হলে এ বার খোলসা করা যাক। খোলসা করলেন পরিচালক শৌভিক মিত্র। যিনি ‘কার্জনের কলম’ খোঁজার ক্যাপ্টেন। আগামী ৩ নভেম্বর মুক্তি পাচ্ছে ‘পুনশ্চ’র পর শৌভিকের দ্বিতীয় ছবি ‘কার্জনের কলম’। আর সেখানেই রয়েছে দু’টো ধাঁধা। প্রথমটি তো পরিচালক নিজেই শেয়ার করেছেন। বাকি ধাঁধাটা জানতে হলে এবং তার উত্তর পেতে হলে আপনাকে সিনেমা হলে যেতে হবে।
আরও পড়ুন, সিভি’তে এত কম ছবি কেন? অফার পান না?
লর্ড কার্জনের কথা তো আপনি ইতিহাসের সিলেবাসে পড়েছেন। বঙ্গভঙ্গের আদেশনামায় সই করেছিলেন তিনিই। কিন্তু যে কলম দিয়ে সই করেছিলেন কার্জন সেটা আজ কোথায়? সেই কলমও তো ইতিহাসের সাক্ষী! এখান থেকে বিষয়টি ভেবেছেন রাজর্ষি দে। গল্প ও চিত্রনাট্যের দায়িত্ব সামলেছেন পদ্মনাভ দাশগুপ্ত। এক বনেদি জমিদার পরিবারের দুর্গাপুজোয় অতিথি হয়ে গিয়েছিলেন লর্ড কার্জন। সেই জমিদারকে তিনি তাঁর সাধের কলমটি উপহার দেন। জমিদার তখন সেটা লুকিয়ে রেখেছিলেন। পরে ধাঁধার মাধ্যমে সেই গোপন স্থানের হদিশও লিখে রেখে যান। পরিবারের সকলেই নিজের মতো করে রহস্য সমাধানের চেষ্টা করেন। সেই কলম খোঁজার গল্পকেই ফ্রেমবন্দি করেছেন শৌভিক।
ছবির একটি দৃশ্যে সাহেব ও পৌলমী।
লিলি চক্রবর্তী, পরাণ বন্দ্যোপাধ্যায়, খরাজ মুখোপাধ্যায়, কাঞ্চন মল্লিক, সুমিত সমাদ্দারের মতো শিল্পীদের অভিনয় দেখার সুযোগ মিলবে এ ছবিতে। শৌভিকের কথায়, ‘‘আদ্যন্ত বাঙালিয়ানায় ভরপুর এ ছবিতে হাস্যরস রয়েছে। দুর্গাপুজোয় ষষ্ঠী থেকে দশমীর গল্প। আমরা উত্তর কলকাতাতেই শুটিং করেছি।’’ তাঁর দাবি, ধাঁধার উত্তর পেতে আগ্রহী দর্শক ‘কার্জনের কলম’ খুঁজতেই হলে যাবেন।