মণি
তারকাদের কাছে পারিশ্রমিক কমানোর আর্জি জানালেন পরিচালক মণি রত্নম। তাঁর মতে, করোনাভাইরাস পরবর্তী পরিস্থিতিতে ছবি নির্মাণের জন্য তারকা এবং সরকার দুইয়ের উপরেই নির্ভর করতে হবে ইন্ডাস্ট্রিকে। লকডাউনের জেরে তাঁর ছবি ‘পন্নিয়ন সেলভান’-এর শুটিং আটকে রয়েছে। একটি ওয়েব সাক্ষাৎকারে মণি রত্নম বলেছেন, ‘‘এই মুহূর্তে সিনেমা হল খুলে গেলেও আগের মতো ব্যবসা করা সম্ভব নয়। মার্কেট ছোট হয়ে গিয়েছে। সুতরাং আমাদের ছবির বাজেটের কথা মাথায় রাখতে হবে এবং খরচ কমাতে হবে। বড় তারকা ও নামী টেকনিশিয়ানদের কাছে আবেদন তাঁরা যেন পারিশ্রমিক খানিক কমিয়ে দেন।’’ ইন্ডাস্ট্রিকে সচল রাখার জন্য পরিচালকের দাওয়াই, ‘‘সব দিক থেকে খরচ বাঁচালে ইন্ডাস্ট্রিতে কাজের সমস্যা হবে না। কারণ এই মুহূর্তে লোকের হাতে কাজ থাকাটাও জরুরি। সরকারি সাহায্যেরও প্রয়োজন রয়েছে। বিনোদন ইন্ডাস্ট্রি অনেক বড়। প্রচুর লোকের রুজিরুটি আসে এখান থেকে। এ ছাড়া সাধারণ মানুষের জীবনেও বিনোদনের প্রয়োজন আছে। সিনেমা আমাদের স্বপ্ন দেখাতে, কষ্ট ভোলাতে সাহায্য করে।’’ মণির ‘পন্নিয়ান সেলভান’ পিরিয়ড ফিল্ম, তাই তার বাজেটও কম নয়। মাঝপথে থাকা ছবির বাজেট কী ভাবে সামলাবেন, ভাবনায় সেটাও রয়েছে।