Anubhav Sinha

বলিউডে নেই

অনুভবের ‘থাপ্পড়’, ‘মুলক’, ‘আর্টিকল ফিফটিন’ সম্প্রতি উচ্চ-প্রশংসিত। সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুকে ঘিরে নেপোটিজ়ম বিতর্ক, কঙ্গনা রানাউত এবং তাপসী পান্নু, স্বরা ভাস্কর, অনুরাগ কাশ্যপদের টুইট-তরজা, এ সবেই বীতশ্রদ্ধ পরিচালক।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৩ জুলাই ২০২০ ০০:১৮
Share:

অনুভব

বলিউড থেকে ‘পদত্যাগ’ করলেন পরিচালক অনুভব সিংহ, টুইটারে এমনটাই ঘোষণা করেছেন তিনি। তবে ছবি তৈরি করা বন্ধ করবেন না। আসলে ‘বলিউড’ শব্দবন্ধে বিশ্বাস করেন না, সেটাই বোঝাতে চেয়েছেন পরিচালক। অনুভবের ‘থাপ্পড়’, ‘মুলক’, ‘আর্টিকল ফিফটিন’ সম্প্রতি উচ্চ-প্রশংসিত। সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুকে ঘিরে নেপোটিজ়ম বিতর্ক, কঙ্গনা রানাউত এবং তাপসী পান্নু, স্বরা ভাস্কর, অনুরাগ কাশ্যপদের টুইট-তরজা, এ সবেই বীতশ্রদ্ধ পরিচালক। অনুভবকে সমর্থন করে টুইট করেছেন পরিচালক সুধীর মিশ্র এবং হনসল মেহতাও। প্রত্যেকেই স্পষ্ট করে দিয়েছেন যে, তাঁরা হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করতে এসেছেন, ‘বলিউড’-এ নয়। অনুভব নিজের টুইটার অ্যাকাউন্টের নামের পাশে ব্র্যাকেটে ‘নট বলিউড’ও লিখে দিয়েছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement