Anubhav Singh

অসমে পাড়ি

গত বছরেই ছবিটি হওয়ার কথা থাকলেও লকডাউনের কারণে পিছিয়ে যায় তা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৮ জানুয়ারি ২০২১ ০০:০৩
Share:

অনুভব ও আয়ুষ্মান

আগামী ছবির শুটিংয়ের জন্য অসমের জঙ্গলে শিগগিরই পাড়ি দিতে চলেছেন পরিচালক অনুভব সিংহ। তাঁর পরের ছবি ‘অনেক’-এর শুটিং শুরু হচ্ছে আগামী রবিবার থেকে, যে ছবির মুখ্য ভূমিকায় রয়েছেন আয়ুষ্মান খুরানা। কাজের জন্য সদ্য চণ্ডীগড় থেকে মুম্বই ফিরেছেন আয়ুষ্মানও। ‘আর্টিকল ফিফটিন’-এর পরে এটিই পরিচালকের সঙ্গে তাঁর দ্বিতীয় কাজ। গত বছরেই ছবিটি হওয়ার কথা থাকলেও লকডাউনের কারণে পিছিয়ে যায় তা। গত ডিসেম্বরের গোড়ার দিকেই ছবির রেকি সেরে ফেলেছিলেন অনুভব। আজ, শুক্রবার কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যোগ দিতে শহরে আসছেন তিনি। শনিবার সত্যজিৎ রায় মেমোরিয়াল লেকচার দেবেন পরিচালক। উৎসবে তাঁর পরিচালিত ছবি ‘মুলক’-এর স্ক্রিনিংও হবে। ‘আনন্দ প্লাস’কে পরিচালক জানালেন, শুক্র ও শনিবার শহরে থেকে রবিবারই নতুন ছবির শুটিংয়ে পাড়ি দেবেন তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement