Dino Morea

Dino Morea: সুদর্শন চেহারার জন্য মিলল না ভাল কাজ, আক্ষেপ বিপাশার প্রাক্তন প্রেমিকের

ইন্ডাস্ট্রিতে দু’দশক পার। প্রথম সাফল্য আসে ২০০২ সালে ‘রাজ’ ছবির হাত ধরে। কিন্তু এর পর একাধিক ছবি করলেও ছাপ ফেলতে পারেননি দর্শকের মনে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৩ মার্চ ২০২২ ১৬:৫৭
Share:

বলিউডে নিজের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন ডিনো।

সুদর্শন চেহারাই অন্তরায় হয়ে দাঁড়ায় সাফল্যের পথে। সম্প্রতি এক সাক্ষাৎকারে ক্ষোভ উগরে দিলেন ডিনো মোরিয়া।

Advertisement

ইন্ডাস্ট্রিতে দু’দশক পার। প্রথম সাফল্য আসে ২০০২ সালে ‘রাজ’ ছবির হাত ধরে। কিন্তু এর পর একাধিক ছবি করলেও ছাপ ফেলতে পারেননি দর্শকের মনে। কেরিয়ার হয়েছে নড়বড়ে। অধরা থেকে গিয়েছে কাঙ্ক্ষিত লক্ষ্য।

কেন এগিয়ে গিয়েও পিছিয়ে পড়লেন ডিনো? আক্ষেপ ডিনোর গলায়, “আমাকে অন্য চোখে দেখার জন্য পরিচালকদের সাহস লাগে। আমি শুধু সুদর্শন চেহারার জন্যই প্রশংসা পেয়েছি। অদ্ভুত লাগে যে আমার এই চেহারার জন্য কিছু চরিত্রে আমাকে নেওয়া হয় না। আমি এই চেহারা বদলে ফেলতে পারি। কিন্তু মানুষ আমাকে এই চেহারা দিয়েই মাপেন। বলিউডে সুদর্শন হওয়া অনেক সময় চাপে ফেলতে পারে।”

Advertisement

ডিনো মনে করেন, বলিউডে হাতে গুনে ঠিক ১২ জন অভিনেতার উপর ভর করে ছবি তৈরি করা হয়। সংখ্যা বললেও সেই অভিনেতাদের নাম জানাননি বিপাশা বসুর প্রাক্তন প্রেমিক। ডিনোর কথায়, “এঁদের মধ্যে কয়েকজন প্রেক্ষাগৃহে দর্শক টানেন। বাকিদের নেওয়া হয় লোক দেখাতে। ছবি ভাল হলে তা সফল হবেই। আশা করি, প্রযোজকরা কে বা কারা অভিনয় করছেন না ভেবে ভাল গল্প নিয়ে ছবি তৈরির দিকে মন দেবেন। আমিও শ্রেষ্ঠ পরিচালকদের সঙ্গে কাজ করতে চাই।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement