ছবি ছাড়লেন দিলজিৎ-ইয়ামি

প্রযোজক রমেশ তৌরানী একটি রোম্যান্টিক কমেডি ঘোষণা করেছিলেন, যেখানে কাজ করার কথা ছিল দিলজিৎ দোসাঞ্জ ও ইয়ামি গৌতমের।

Advertisement

দীক্ষা দত্ত

শেষ আপডেট: ০৩ জানুয়ারি ২০২০ ০০:০৪
Share:

ইয়ামি ও দিলজিৎ

প্রযোজক রমেশ তৌরানী একটি রোম্যান্টিক কমেডি ঘোষণা করেছিলেন, যেখানে কাজ করার কথা ছিল দিলজিৎ দোসাঞ্জ ও ইয়ামি গৌতমের। ছবিটি পরিচালনা করার কথা ছিল আজ়িজ় মির্জার ছেলে হারুনের। কিন্তু সেই প্রজেক্ট এখন বিশ বাঁও জলে। দিলজিতের পরে ইয়ামিও প্রজেক্টটি ছেড়ে দিয়েছেন। শোনা যাচ্ছে, প্রযোজনা সংস্থার সঙ্গে দিলজিতের বনিবনা হয়নি। অভিনেতার সোলো ছবি ‘অর্জুন পাতিয়ালা’র বক্স অফিস রিপোর্ট খারাপ দেখে প্রযোজক তাঁর বদলে অন্য কাউকে নেওয়ার কথা ভাবছিলেন। ইয়ামি অবশ্য প্রথমে প্রজেক্টে ছিলেন। কিন্তু চিত্রনাট্য পড়ার পরে তাঁর খুব একটা পছন্দ হয়নি। প্রযোজনা সংস্থার পেশাদারিত্ব নিয়েও প্রশ্ন উঠেছে। ছবি শুরুর কথা এগোলেও চিত্রনাট্য নাকি সংশ্লিষ্ট অভিনেতাদের হাতে পৌঁছয়নি। ছবিতে শিল্পা শেট্টিরও থাকার কথা ছিল। এ দিকে ‘গুড নিউজ়’-এর পরে দিলজিৎ এবং ‘বালা’র পরে ইয়ামি নিজেদের জমি শক্ত করেছেন। তাই ছবি নির্বাচনের ক্ষেত্রে তাঁদের বাছবিচার যে আরও বাড়বে, তা তো স্বাভাবিক।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement