Diljit Dosanjh

তাঁর কনসার্টের টিকিট নিয়ে কালোবাজারি অব্যাহত, দোষ কার? উত্তর দিলেন দিলজিৎ

দিলজিৎ দোসাঞ্জের কনসার্টের টিকিটের কালোবাজারি নিয়ে গত মাসে তদন্ত শুরু করে ইডি। এই প্রসঙ্গে এ বার মুখ খুললেন শিল্পী।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৯ ডিসেম্বর ২০২৪ ১৯:০৩
Share:

দিলজিৎ দোসাঞ্জ। ছবি: সংগৃহীত।

এই মুহূর্তে পঞ্জাবি গায়ক দিলজিৎ দোসাঞ্জ ‘দিল লুমিনাটি’ ট্যুরে দেশের বিভিন্ন রাজ্যে ঘুরছেন। শিল্পীর কনসার্টের টিকিটের জন্য অনুরাগীদের মধ্যে হাহাকার। তার মধ্যে এক শ্রেণির মানুষ তাঁর কনসার্টের টিকিট নিয়ে কালোবাজারি শুরু করেছেন। এই প্রসঙ্গে একাধিক বার সমাজমাধ্যমে অনুরাগীরা শিল্পীর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন। এ বার শিল্পী স্বয়ং এই বিষয়ে মুখ খুললেন।

Advertisement

দিলজিৎ জানান, টিকিটের কালোবাজারি তাঁর নজরে এসেছে। কিন্তু তিনি মনে করেন, শিল্পীদের দোষারোপ করা হলেও, এই ধরনের ঘটনায় তাঁদের কিছু করার থাকে না। সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ভিডিয়োয় শিল্পীকে এই প্রসঙ্গে বার্তা দিতেও শোনা গিয়েছে। ওই ভিডিয়োয় দিলজিৎ বলেন, ‘‘কালোবাজারে টিকিট বিক্রি করা হচ্ছে, সেটা কি আমার দোষ? ১০ টাকায় টিকিট কিনে যদি কেউ সেটা ১০০ টাকায় বিক্রি করেন, সেখানে শিল্পীর দোষ কোথায়!’’

দিলজিৎ মনে করেন, এই বিষয়ে গণমাধ্যম থেকে শুরু করে সাধারণ মানুষ যদি তাঁকে দোষারোপ করেন, তা নিয়ে তাঁর কোনও আপত্তি নেই। দিলজিতের কথায়, ‘‘আমাকে অসম্মান করা হোক। কোনও ক্ষতি নেই।’’

Advertisement

সম্প্রতি দিলজিতের কনসার্টের আয়োজকেরা একটি বিবৃতিতে জানিয়েছেন, শিল্পীর অনুষ্ঠান দেশের অন্যতম সফল কনসার্ট হিসেবে উঠে এসেছে। এখনও পর্যন্ত প্রায় আড়াই লক্ষ টিকিট বিক্রি হয়েছে। গত মাসেই কেন্দ্রীয় সংস্থা ইডি (এনফোর্সমেন্ট ডিরেক্টরেট) দাবি করে, ভারতে ব্রিটিশ ব্যান্ড ‘কোল্ডপ্লে’র টিকিট নিয়ে কালোবাজারির অভিযোগ ওঠে। তার পর দিলজিতের কনসার্টেও একই পরস্থিতি হয়। উল্লেখ্য, আগামী ১৪ ডিসেম্বর চণ্ডীগড়ে কনসার্ট দিলজিতের। এই ট্যুরে শিল্পীর শেষ সঙ্গীতানুষ্ঠান হবে গুয়াহাটিতে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement