Ranbir Kapoor

‘অ্যানিম্যাল’-এর হিংস্র সত্তা ছেড়ে রাম হলেন কী ভাবে! স্বপ্নের কথা তুলে ধরলেন রণবীর

রামের চরিত্রে অভিনয় করছেন তিনি। সেখানে একেবারে ধীরোদাত্ত রূপে ধরা দিচ্ছেন তিনি। এই আকস্মিক পরিবর্তন কি দর্শক গ্রহণ করতে পারবে?

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৯ ডিসেম্বর ২০২৪ ১৮:২৮
Share:

‘রাম’ হয়ে ওঠার অভিজ্ঞতা কেমন রণবীরের? ছবি: সংগৃহীত।

সিংহের কেশরের মতো চুল। চোখের দৃষ্টিতে স্পষ্ট প্রতিশোধ স্পৃহা। রক্তাক্ত মুখ। এমন হিংস্র রূপেই ‘অ্যানিম্যাল’ ছবিতে দেখা গিয়েছিল রণবীর কপূরকে। অভিনেতার নির্দ্বিধায় হত্যালীলা চালানোর দৃশ্য দেখেও প্রেক্ষাগৃহ ভরেছিল করতালিতে। এই ছবির জন্য সমালোচনার মুখেও পড়তে হয়েছে রণবীরকে। উগ্র পৌরুষের প্রচার করার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। এই চরিত্রের পরেই তিনি শুরু করেছেন একেবারে বিপরীত ধর্মী এক চরিত্রে কাজ। ছবির নাম ‘রামায়ণ’।

Advertisement

রামের চরিত্রে অভিনয় করছেন রণবীর। সেখানে একেবারে শান্ত ও সৌম্য তিনি। ধীরোদাত্ত রূপে পর্দায় দেখা যাবে নায়ককে। এই আকস্মিক পরিবর্তন কি দর্শক গ্রহণ করতে পারবে? রণবীরেরই বা রাম সেজে কেমন লাগছে? এমন নানা প্রশ্ন উঠেছে। সম্প্রতি এক আলোচনা সভায় এই বিষয়ে কথা বললেন রণবীর। অভিনেতার কথায়, এটি নাকি তাঁর স্বপ্নের চরিত্র।

রণবীর বলেন, “আমি এই মুহূর্তে আমি ‘রামায়ণ’-এ কাজ করছি। আমার শৈশবের বন্ধু নমিত মলহোত্র খুব নিষ্ঠার সঙ্গে এই ছবি তৈরি করছেন। সারা বিশ্ব থেকে সেরা শিল্পীদের নিয়ে কাজ করছে। কলাকুশলীরা প্রত্যেকে খুব সৃজনশীল।”

Advertisement

আগেই জানা গিয়েছে, দু’টি ভাগে মুক্তি পাবে ‘রামায়ণ’। ইতিমধ্যেই প্রথম অংশের শুটিং হয়ে গিয়েছে বলে জানান রণবীর। রামের চরিত্রে অভিনয় করার অভিজ্ঞতাও জানান অভিনেতা। দ্বিতীয় অর্ধের ছবির শুটিং খুব শীঘ্রই শুরু হবে। রণবীর বলেছেন, “রামের চরিত্রে অভিনয় করতে পেরে আমি সত্যি কৃতজ্ঞ। এটা আমার কাছে বড় স্বপ্ন ছিল। এই ছবিতে সব কিছু রয়েছে। পরিবার, স্বামী-স্ত্রী সম্পর্কের সমীকরণ— ভারতীয় সংস্কৃতি সম্পর্কে এমন অনেক কিছু শেখাবে এই ছবি।”

‘রামায়ণ’-এর প্রথম অংশ মুক্তি পাবে ২০২৬ সালে। দ্বিতীয় অংশ মুক্তি পাবে ২০২৭ সালে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement