Saira banu health update

অসুস্থ সায়রা বানু, জমাট বাঁধছে রক্ত, তাঁকে কি হাসপাতালে ভর্তি করানো হবে?

২০২১ সালের ৭ জুলাই প্রয়াত হন দিলীপ কুমার। স্বামীকে হারানোর পর থেকেই তাঁর নিঃসঙ্গতা বোধের কথা জানান স্ত্রী সায়রা বানু।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ ডিসেম্বর ২০২৪ ১৫:৩১
Share:
image of Saira banu

সায়রা বানু। — ফাইল চিত্র।

বর্ষীয়ান অভিনেত্রী সায়রা বানুর শারীরিক পরিস্থিতি সঙ্কটজনক। সূত্রের খবর, তিনি নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছেন। পাশাপাশি, সায়রার হাঁটুতে দু’টি ক্লট ধরা পড়েছে।

Advertisement

সূত্রে খবর, গত কয়েক দিন ধরেই দিলীপ কুমারের স্ত্রীর শারীরিক অবস্থা ভাল নেই। বাড়িতে তিনি ঠিক মতো চলাফেরাও করতে পারছেন না। চিকিৎসকেরা ইতিমধ্যেই অভিনেত্রীকে দেখেছেন। তবে হাসপাতালে ভর্তি করানোর প্রয়োজনীয়তা রয়েছে কি না, তা এখনও স্পষ্ট নয়। উল্লেখ্য, চলতি বছরেই অশীতিপর অভিনেত্রীকে হায়পাতালে ভর্তি করানো হয়।

দিলীপ কুমার এবং সায়রা বানুর দাম্পত্য বলিউডের ইতিহাসে বরাবরই চর্চায় থেকেছে। ১৯৬৬ সালে বয়সে বাইশ বছরের ছোট সায়রাকে বিয়ে করেন দিলীপ। সেই সময় এই বিয়ে নিয়ে বলিপাড়ায় সমালোচনার ঝড় বয়ে যায়। ‘সাহিগা মাহাতো’, ‘গোপী’ এবং ‘দুনিয়া’ ছাড়াও বেশ কিছু ছবিতে এই জুটি অভিনয় করেন। তবে দিলীপকুমারের বার্ধক্যে তাঁর পাশে সায়রার বজ্রকঠিন উপস্থিতি ‘ভঙ্গুর’ মায়ানগরীতে দৃষ্টান্ত হিসাবেই রয়ে গিয়েছে। দীর্ঘকালীন বার্ধক্যজনিত অসুস্থতার কারণে ২০২১ সালের ৭ জুলাই প্রয়াত হন দিলীপ কুমার।

Advertisement

স্বামীকে হারানোর পর থেকেই সায়রা বিভিন্ন সময়ে তাঁর নিঃসঙ্গতা বোধের কথা সমাজমাধ্যমে জানিয়েছিলেন। মাঝেমধ্যেই তাঁর শরীর খারাপ হয়েছে। কিন্তু তাঁর প্রিয় ‘দিলীপ সাহাব’-এর স্মৃতি অভিনেত্রীকে চলার পথে শক্তি যুগিয়ে চলেছে।

সায়রার অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই, অনুরাগীরা সমাজমাধ্যমে বিষয়টি নিয়ে আলোচনা শুরু করেছেন। অনেকেই ‘পড়োসন’ খ্যাত অভিনেত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement