Pushpa 2: The Rule

হবু বরের বিপণির পোশাকে সেজে, শ্বশুরবাড়ির সদস্যদের সঙ্গে কোথায় গেলেন রশ্মিকা?

মরচে লাল সোয়েট শার্ট, খোলা চুল। এই সাজেই হবু শ্বশুরবাড়ির সদস্যদের সঙ্গে দেখা গেল ‘পুষ্পা ২’-এর নায়িকাকে। কোথায় গেলেন রশ্মিকা?

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ ডিসেম্বর ২০২৪ ১৬:৪৬
Share:

বিজয় দেবেরাকোন্ডার পরিবারের সঙ্গে রশ্মিকা মন্দানা। ছবি: ইনস্টাগ্রাম।

আর কোনও রাখঢাক নেই। বিজয় দেবেরাকোন্ডা প্রেমের কথা ঘোষণা করতেই প্রকাশ্যে হবু শ্বশুরবাড়ির সঙ্গে রশ্মিকা মন্দানা। তা-ও আবার হবু বরের বিপণির পোশাকে সেজে! ‘পুষ্পা ২’-এর নায়িকা তাঁর সদ্য মুক্তিপ্রাপ্ত ছবি দেখতে হায়দরাবাদের একটি প্রেক্ষাগৃহে উপস্থিত হলেন এ ভাবেই। পরনে মরচে লাল সোয়েট শার্ট, খোলা চুল আর চশমা। ‘পাশের বাড়ি’র মেয়ের সাজেই দেখা গিয়েছে তাঁকে। অভিনেত্রীকে ঘিরে বিজয়ের মা দেবেরাকোন্ডা মাধবী, অভিনেতার ভাই আনন্দ। যদিও তাঁদের সঙ্গে বিজয়কে দেখা যায়নি।

Advertisement

একা রশ্মিকাই নন, ছবিমুক্তির আগে ‘পুষ্পা ২’-এর নায়ক অল্লু অর্জুনও বিজয়ের বিপণির পোশাক পরে প্রচারে বেরিয়েছিলেন। এ দিকে ভাইরাল ভিডিয়ো অনুযায়ী, রশ্মিকাকে দেখা গিয়েছে হাসিমুখে মাধবী এবং আনন্দের সঙ্গে কথা বলতে বলতে প্রেক্ষাগৃহ থেকে বেরোতে। হবু শ্বশুরবাড়ির সদস্যদের সঙ্গে রশ্মিকাকে বেরোতে দেখে অনুরাগীদের মধ্যে সাড়া পড়ে গিয়েছে। তা হলে কি আগামী বছর চার হাত এক হবে? ফিসফাস আরবসাগরের তীরে। প্রকাশ্যে প্রেমের ঘোষণার পর বিজয় বা রশ্মিকা যে তাঁদের প্রেমজীবনের উপর থেকে পর্দা সরিয়েছেন, এই ঘটনা তার প্রমাণ।

ছবিমুক্তির আগেই বক্সঅফিসে আধিপত্য কায়েম করেছে ‘পুষ্পা’র সিক্য়ুয়েল। কয়েক কোটি টাকার টিকিট অগ্রিম বিক্রি হয়েছে। দু’দিনে দেশের বক্সঅফিসে ছবির সংগ্রহ ২৬৫ কোটি। বিশ্বে ছবির আয় ৪০০ কোটিরও বেশি! এই আনন্দের পাশাপাশি কিছু দুঃখের ঘটনাও রয়েছে। হায়দরাবাদের একটি প্রেক্ষাগৃহে ভক্তদের তাণ্ডবের বলি শিশু-সহ এক মহিলা। মুম্বইয়ের গেইটি গ্যালাক্সি প্রেক্ষাগৃহে বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ায় অসুস্থ বহু মানুষ। একই ভাবে আরও একটি প্রেক্ষাগৃহের ভিতর ছবির প্রদর্শনে আগুন ধরিয়ে উদ্‌যাপনে মাতেন অল্লুর অনুরাগীরা। আগামী দিনে ‘পুষ্পা ২’ বক্স অফিসে কী কী নজির গড়বে, সে দিকে নজর থাকবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement