Dilip Kumar

Dilip Kumar: শারীরিক অবস্থার উন্নতি, শুক্রবার হাসপাতাল থেকে ছাড়া পাচ্ছেন দিলীপ কুমার

বেশ কিছুদিন ধরে শ্বাসকষ্টে ভুগছিলেন দিলীপ। হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকরা জানান অভিনেতার ২টি ফুসফুসেই জল জমেছে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১১ জুন ২০২১ ১১:৫৮
Share:

সায়রা বানু এবং দিলীপ কুমার।

শারীরিক অবস্থার উন্নতি হয়েছে দিলীপ কুমারের। ১১ জুন অর্থাৎ শুক্রবার হাসপাতাল থেকে ছাড়া পাবেন প্রবীণ অভিনেতা। সংবাদসংস্থাকে এমনটাই জানিয়েছে মুম্বইয়ের হিন্দুজা হাসপাতাল কর্তৃপক্ষ। শ্বাসকষ্ট নিয়ে গত ২ জুন হাসপাতালে ভর্তি হয়েছিলেন অভিনেতা।

Advertisement

বেশ কিছুদিন ধরে শ্বাসকষ্টে ভুগছিলেন দিলীপ। হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকরা জানান অভিনেতার ২টি ফুসফুসেই জল জমেছে। শরীরে অক্সিজেনের মাত্রা কম থাকলেও স্থিতিশীল ছিলেন দিলীপ। গত ১০ জুন অর্থাৎ বৃহস্পতিবার হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার কথা ছিল অভিনেতার। ১ দিন পিছিয়ে অবশেষে বাড়ি ফিরবেন তিনি।

দিলীপ অসুস্থ হওয়ার পর তাঁর শারীরিক অবস্থা নিয়ে নানা ভুয়ো খবর ছড়িয়ে পড়েছিল নেটমাধ্যমে। অভিনেতার স্ত্রী সায়রা বানু সকলকে অনুরোধ করেছিলেন কোনও রকম গুজবে কান না দিতে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement