নেটমাধ্যমে শোকবার্তা বলিউডের, শোকবিহ্বল ক্রিকেট মহল
চলে গেলেন ‘ট্র্যাজেডি কিং’ দিলীপ কুমার। শোকে বিহ্বল বলিউড। মায়ানগরীর সমস্ত তারকা তাঁদের শোক জানিয়েছেন নেটমাধ্যমে। কিংবদন্তি অভিনেতার পরিবারকে টুইটারে শোকবার্তা জানিয়েছেন মাধুরী দীক্ষিত, অনিল কপূর, সঞ্জয় দত্ত, কর্ণ জোহর, অক্ষয় কুমার সহ প্রথম সারির সমস্ত তারকা অভিনেতা, পরিচালক, প্রযোজক।
শোকাহত পরিবারকে সান্ত্বনা দিয়ে মাধুরী লিখেছেন, ‘বিশ্ব চলচ্চিত্রের ইতিহাসে বিশেষ জায়গা জুড়ে থাকবেন দিলীপ সাব। তাঁর মতো বিরল ব্যক্তিত্ব সমকালকে নিয়ন্ত্রণ করে নতুন ইতিহাস রচনা করেন।' দিলীপ কুমারের সঙ্গে তোলা তাঁর ছবিও ভাগ করে নেন তিনি। অনিল কপূরের কথায়, ‘বলিউডে ফের ইন্দ্রপতন। প্রকৃতিও সেই দুঃখে ম্লান। দিলীপ সাব আমার বাবার খুব কাছের মানুষ ছিলেন। তিনটি ছবিতে আমরা একসঙ্গে কাজ করেছি। তিনি আমাদের অনুপ্রেরণা।'
একটু ভিন্ন পথে হেঁটেছেন সঞ্জয় দত্ত। তিনি টুইটারের বদলে বেছে নিয়েছেন ইনস্টাগ্রাম। সেখানে দিলীপ কুমারের সঙ্গে তাঁর তোলা একটি ছবি পোস্ট করেছেন। সঙ্গে আফসোস, দ্বিতীয় বার পিতৃহারা হলেন অভিনেতা! সঞ্জয়ের পথে হেঁটেছেন কর্ণ জোহরও। তিনিও ইনস্টাগ্রামে ছবি ভাগ করে নিয়ে জানিয়েছেন, ‘দিলীপ সাব স্বয়ং প্রতিষ্ঠান। তাঁকে অনুসরণ করে অভিনয় শিখেছেন এই প্রজন্মের বহু অভিনেতা। তাঁর দেহ পঞ্চভূতে বিলীন হবে। তাঁর রেখে যাওয়া কাজ নয়।'
অক্ষয় কুমারের দাবি, বিশ্বে অনেক নায়ক থাকতে পারেন। ভারতীয় ছবির দুনিয়ায় একজনই নায়ক। তিনি দিলীপ কুমার। কিংবদন্তি অভিনেতার মৃত্যুতে আফসোস অজয় দেবগণেরও। তাঁর দাবি, কিংবদন্তির সঙ্গে তিনি অনেক মুহূর্ত ভাগ করেছেন। কিছু সময় কাটিয়েছেন ব্যক্তিগত ভাবে। কিছু সময় পেশাদার দুনিয়ায়, মঞ্চে। এ রকম কিছু মৃত্যু মেনে নেওয়া সত্যিই কঠিন।
ছবির দুনিয়া, রাজনৈতিক মহলের মতোই শোকস্তব্ধ ভারতীয় ক্রিকেট দুনিয়াও। ভারতের অধিনায়ক বিরাট কোহলী তাঁর শোকবার্তায় লিখেছেন, ‘প্রজন্মের পর প্রজন্ম তাঁর অনুরাগী। সেই প্রতিষ্ঠান চিরদিনের মতো স্তব্ধ। দিলীপ কুমারের আত্মার শান্তি কামনা করি।’
যুবরাজ সিংহের শোক, ‘আবারও এক বিরল ব্যক্তিত্বের জীবনাবসান। ভারতীয় চলচ্চিত্র তাঁকে স্মরণ করবে আজীবন।’
দিলীপ কুমারের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রাক্তন ভারতীয় অধিনায়ক বীরেন্দ্র সহবাগ এ দিন ‘শায়ের’! টুইটারে তাঁর শায়েরি, ‘ভাগ্য বদলায়, দুনিয়া বদলায়, বদল ঘটে শাসকেরও। অনবরত বদলে যাওয়া দুনিয়ায় ভালবাসা যাঁকে জড়িয়ে ধরে, তাঁর কোনও বদল ঘটে না।' শেহবাগের মতে, দিলীপ কুমারের অভিনয়ের মূলমন্ত্রই ছিল ‘ভালবাসা’। তাই সবার শ্রদ্ধা, সম্মান, ভালবাসা কিংবদন্তি অভিনেতাকে ঘিরে থাকবে তাঁর মৃত্যুর পরেও।