Digangana Suryavanshi

ময়ূর দ্বারা ‘আক্রান্ত’ একদা ‘বিগ বস’ প্রতিযোগী, নেটমাধ্যমে হাসির রোল

মুম্বইয়ের এক বিখ্যাত চিত্রগ্রাহক ইনস্টাগ্রামে পুরো ঘটনাটির ভিডিয়ো পোস্ট করেছেন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১১ এপ্রিল ২০২১ ২০:২৫
Share:

ময়ূর আক্রমণ করল দিগঙ্গনা সূর্যবংশীকে।

বাঘ-সিংহের মানুষকে আক্রমণের কথা অনেক সময়ই শোনা যায়। তবে ময়ূরের দ্বারাও যে কেউ আক্রান্ত হতে পারেন, এমন ঘটনা বেশ বিরল।

সম্প্রতি এমনটাই ঘটল অভিনেত্রী এবং একদা ‘বিগ বস’ প্রতিযোগী দিগঙ্গনা সূর্যবংশীর সঙ্গে। মুম্বইয়ের এক বিখ্যাত চিত্রগ্রাহক ইনস্টাগ্রামে পুরো ঘটনাটির ভিডিয়ো পোস্ট করেছেন। দেখা যাচ্ছে, একটি ময়ূরের কাছে বেশ দ্বিধাগ্রস্ত ভাবে এগিয়ে যাচ্ছেন দিগঙ্গনা। অভিনেত্রীর পরনে হালকা নীল রঙের চুড়িদার। খোলা চুল। ময়ূরটির একটু কাছে যেতেই দিগঙ্গনার দিকে আক্রমণাত্মক ভাবে উড়ে আসে সেটি। ভয় পেয়ে হকচকিয়ে ওঠেন অভিনেত্রী। পিছনে দাঁড়িয়ে থাকা এক মহিলা ছুটে বাঁচাতে আসেন তাঁকে। এই ভিডিয়ো দেখে হাসির রোল উঠেছে নেটাগরিকদের মধ্যে। মাত্র ৫ ঘণ্টায় প্রায় আড়াই লক্ষ বার দেখা হয়েছে এই ভিডিয়ো।

ছোট পর্দায় অভিনেত্রী হিসেবে প্রথম আত্মপ্রকাশ করেছিলেন দিগঙ্গনা। এর পরে ‘বিগ বস’-এ গিয়ে জনপ্রিয়তা আরও বৃদ্ধি পায় তাঁর। ‘জালেবি’ এবং ‘ফ্রাইডে’-র মতো ছবিতেও অভিনয় করেছেন তিনি। খুব শীঘ্রই তাঁকে দেখা যাবে ‘ব্যাটল অব ভীমা কোরেগাঁও’ ছবিতে। অর্জুন রামপালের সঙ্গে অভিনয় করবেন তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement