Prasun Banerjee

এ বার কি রাজনীতিতে ‘দেশের মাটি’র অভিমন্যু? কী বললেন বাস্তবের পুলিশকর্তা?

শোনা যাচ্ছে, ধারাবাহিকে রং বদলাতে চলেছে ‘অভিমন্যু’ চরিত্র। গল্পে পুলিশের চাকরি ছেড়ে তিনি নাকি পা রাখতে পারেন রাজনীতির দুনিয়ায়। বাস্তবের প্রসূন বন্দ্যোপাধ্যায় ভাঙলেন না কিছুই।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২০ অক্টোবর ২০২১ ১৬:৫৬
Share:

শোনা যাচ্ছে, ধারাবাহিকে রং বদলাতে চলেছে ‘অভিমন্যু’ চরিত্র।

বাস্তবে তিনি দুঁদে পুলিশকর্তা। এত দিন পর্দাতেও তা-ই ছিলেন প্রসূন বন্দ্যোপাধ্যায়। ‘দেশের মাটি’ ধারাবাহিকে পুলিশকর্তা অভিমন্যু-র চরিত্রে দাপটে অভিনয় করছিলেন বাস্তবের ডিআইজি। কিন্তু এ বার যে পর্দা-পারের গুঞ্জন বলছে অন্য কথা!
শোনা যাচ্ছে, ধারাবাহিকে রং বদলাতে চলেছে ‘অভিমন্যু’ চরিত্র। গল্পে পুলিশের চাকরি ছেড়ে তিনি নাকি পা রাখতে পারেন রাজনীতির দুনিয়ায়। সত্যিই কি তাই? আনন্দবাজার অনলাইনের প্রশ্নে প্রসূন নিজে অবশ্য খোলসা করে কিছু বলতে চাননি। তাঁর কথায়, “বাস্তবে পুলিশ, পর্দাতেও পুলিশ— তাতে এক রকম ভাবে অভিনয় করতাম। কিন্তু রাজনীতিকের চরিত্র একেবারে আলাদা স্বাদের, আড়ে-বহরে-বৈশিষ্ট্যেও অন্য রকম। তাতে অভিনয়ের ধরন বা সুযোগও অনেকটাই অন্য রকম, চ্যালেঞ্জও অনেকখানি। গল্পের প্রয়োজনে যদি সত্যিই অভিমন্যু পুলিশের পেশা ছেড়ে রাজনীতিতে আসে, সেই বদলে যাওয়া চরিত্রে অভিনয় করাটা নিশ্চিত ভাবেই খুব উপভোগ করব।”

Advertisement

প্রসূন বন্দ্যোপাধ্যায়ের কথায়, “বাস্তবে পুলিশ, পর্দাতেও পুলিশ— তাতে এক রকম ভাবে অভিনয় করতাম।’’

বাস্তবে বহু পুলিশ কর্তাই রাজনীতিতে পা রেখেছেন বিভিন্ন সময়ে। কেউ অবসরের পরে, কেউ বা চাকরি ছেড়ে। অভিমন্যু-রূপী, বাস্তবে বারাসতের ডিআইজি প্রসূন বন্দ্যোপাধ্যায়ও কি সে রকম কিছু ভাবছেন?
গলা ছেড়ে হাসলেন ‘অভিমন্যু’। তবে বাস্তবের প্রসূন আগামীতে কোন পথে হাঁটবেন, তা নিয়ে মুখ খুললেন না মোটেই।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement