Shahrukh Khan

Shah Rukh-Kajol: জানেন কি, অতল খাদে পড়ার থেকে শাহরুখের প্রাণ বাঁচিয়েছিলেন কাজল?

'গেরুয়া' গানটির শ্যুটিংয়েই প্রাণ যেতে পারত শাহরুখ খানের। শেষ মুহূর্তে তাকে বাঁচিয়ে দিয়েছিলেন কে জানেন? স্বয়ং তাঁর পর্দার প্রেমিকা, কাজল।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৮ ডিসেম্বর ২০২১ ১৪:৪৮
Share:

'গেরুয়া' গানটির একটি দৃশ্যে শাহরুখ-কাজল

নিকলি হ্যায় দিল সে ইয়ে দুয়া… রং দে তু মোহে গেরুয়া। পর্দায় শাহরুখ-কাজলের জাদু আর মুখে মুখে ফেরা অরিজিৎ সিংহের দরাজ গলা। জানেন কি, ‘দিলওয়ালে’ ছবির এই জনপ্রিয় গানটির শ্যুটিংয়েই প্রাণ যেতে পারত শাহরুখ খানের? শেষ মুহূর্তে তাকে বাঁচিয়ে দিয়েছিলেন কে জানেন? স্বয়ং তাঁর পর্দার প্রেমিকা, কাজল।

রোহিত শেট্টির ছবিতে প্রায় বছর চারেক পরে জুটি বেঁধেছিলেন শাহরুখ-কাজল। পর্দায় যাঁদের রসায়নে বুঁদ হয়ে থাকেন আট থেকে আশির দর্শক। ছবির তুমুল রোমান্টিক গান ‘গেরুয়া’র শ্যুটিং চলছিল খাদে ঘেরা পাহাড়ি গুহা, জলপ্রপাতের সামনে চোখজুড়োনো লোকেশনে। এবড়োখেবড়ো পাহাড়ি জমিতেই ক্যামেরাবন্দি হচ্ছিল তাঁদের জমাটি প্রেম। নাচের মহড়া দেওয়ার সময়ে আচমকাই ঘটে গেল চরম বিপত্তি। নাচের স্টেপ অনুযায়ী পিছোতে গিয়ে শাহরুখ পা ফস্কে পড়েই যেতেন অতল খাদে। পরক্ষণেই একেবারে ঠিক সময়ে তাঁর হাত ধরে ফেলেন কাজল। একটানে তুলে আনেন বিপদের মুখ থেকে। সম্বিত ফিরে পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলে গোটা ইউনিটও।

Advertisement

Advertisement

পরে ‘গেরুয়া’ গানটি তৈরি নিয়ে একটি ভিডিয়োয় সেই রুদ্ধশ্বাস মুহূর্তের গল্প শুনিয়েছেন কাজল নিজেই। বলেছেন কিং খানও। বহু বছরের বন্ধু এবং পর্দার প্রেমিকাকে বার বার কৃতজ্ঞতা জানিয়েছেন শাহরুখ। বলিউডের ‘বাদশা’ কাজলকে সোজাসুজি বলেছেন, “আমি তোমার কেনা হয়ে রইলাম, এ জীবন এখন থেকে তোমারই নামে লেখা।”

‘মাই নেম ইজ খান’-এর পর রোহিত শেট্টির ‘দিলওয়ালে’ ফের একসঙ্গে অভিনয় করেন শাহরুখ-কাজল। অ্যাকশন-প্রেমকাহিনিতে জমজমাট ছবিতে আর একটি জুটি হিসেবে ছিলেন বরুণ ধবন এবং কৃতী শ্যানন। মূলত শাহরুখ-কাজল ম্যাজিকের টানেই দর্শকেরা ভিড় করেছিলেন হলে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement