Kapil Sharma

Sumona Chakravarti: কপিল শর্মার সঙ্গে সম্পর্কে ফাটল সুমনার? বঙ্গ তনয়ার পোস্ট উস্কে দিল জল্পনা

২০১৪ সাল থেকে কপিল শর্মার অনুষ্ঠানের অবিচ্ছেদ্য অংশ হিসেবে থেকেছেন সুমনা। অথচ কপিলের অনুষ্ঠানের নতুন কিস্তির প্রথম ঝলকে দেখা মেলেনি সুমনার।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২২ জুলাই ২০২১ ২১:১১
Share:

কপিল শর্মা এবং সুমনা চক্রবর্তী।

তুমি জানতে তোমার অনেক কিছু করার ক্ষমতা ছিল কিন্তু সেই পরিস্থিতি থেকে তোমায় বেরিয়ে আসতে হয়েছে । সেই অনুভূতিটি খুব যন্ত্রণাদায়ক।

Advertisement

এই বাক্যই সম্প্রতি ভেসে উঠেছিল সুমনা চক্রবর্তীর ইনস্টাগ্রাম স্টোরিতে। প্রশ্ন উঠছে, মুখে কোনও কথা না বলেই সব মনের ক্ষোভ-রাগ-অভিমান ঢেলে দিলেন নেটমাধ্যমের দেওয়ালে? যদি তা-ই হয়ে থাকে, তবে কার উদ্দেশে এ কথা বলতে চেয়েছেন সুমনা?

বলিউডের অন্দরে, বন্ধু-সহকর্মী কপিল শর্মার উপর ক্ষুণ্ণ অভিনেত্রী।

Advertisement

২০১৪ সাল থেকে কপিল শর্মার অনুষ্ঠানের অবিচ্ছেদ্য অংশ হিসেবে থেকেছেন এই বঙ্গ তনয়া। অথচ কপিলের অনুষ্ঠানের নতুন কিস্তির প্রথম ঝলকে দেখা মেলেনি সুমনার। এমনকি ‘দ্য কপিল শর্মা শো’-এর সেট থেকে কপিল যে ছবি দিয়েছিলেন, সেখানে ক্রুষ্ণা অভিষেক, কিকু শারদা, ভারতী সিংহরা থাকলেও দেখা মেলেনি সুমনার। তবে কি কপিলের অনুষ্ঠান থেকে এ বার সত্যিই ব্রাত্য সুমনা? এ বিষয়ে যদিও এখনও মুখ খোলেননি কপিল, সুমনা বা অনুষ্ঠানের নির্মাতারা।

বলিউডের অন্দরে, বন্ধু-সহকর্মী কপিল শর্মার উপর ক্ষুণ্ণ অভিনেত্রী।

২০১৪ সাল থেকে কপিল শর্মার অনুষ্ঠানের অবিচ্ছেদ্য অংশ হিসেবে থেকেছেন এই বঙ্গ তনয়া। অথচ কপিলের অনুষ্ঠানের নতুন কিস্তির প্রথম ঝলকে দেখা মেলেনি সুমনার। এমনকি ‘দ্য কপিল শর্মা শো’-এর সেট থেকে কপিল যে ছবি দিয়েছিলেন, সেখানে ক্রুষ্ণা অভিষেক, কিকু শারদা, ভারতী সিংহরা থাকলেও দেখা মেলেনি সুমনার। তবে কি কপিলের অনুষ্ঠান থেকে এ বার সত্যিই ব্রাত্য সুমনা? এ বিষয়ে যদিও এখনও মুখ খোলেননি কপিল, সুমনা বা অনুষ্ঠানের নির্মাতারা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement