Shraddha Kapoor

প্রেমিককে সমাজমাধ্যমে সরিয়েছেন, এ বার তার কাছেই রাতে কোন বায়না করলেন শ্রদ্ধা?

শ্রদ্ধা ও রাহুলের বিচ্ছেদ নিয়ে জল্পনা তৈরি হয়। তবে এ বার চর্চিত প্রেমিকের কাছে কোন আবদার করে বসলেন তিনি?

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৩ ডিসেম্বর ২০২৪ ১৯:৩২
Share:

প্রেমিকের কাছে কিসের বায়না শ্রদ্ধার! ছবি: সংগৃহীত।

মাসখানেক আগেই জানা গিয়েছে, বলি অভিনেত্রী শ্রদ্ধা কপূর ইনস্টাগ্রামে প্রেমিক রাহুল মোদীকে আর অনুসরণ করছেন না। বিষয়টি নেটাগরিকদের চোখে পড়তেই জল্পনার সূত্রপাত। শুধু তা-ই নয়, রাহুলের বোন ও তাঁর প্রযোজনা সংস্থা এবং তাঁদের পোষ্য কুকুরকেও ইনস্টাগ্রামে ‘আনফলো’ করেছেন শ্রদ্ধা। এখান থেকেই শ্রদ্ধা ও রাহুলের বিচ্ছেদ নিয়ে গুঞ্জন শুরু হয়। কিন্তু এ বার যেন নিজে থেকেই আভাস দিলেন শ্রদ্ধা। তবে কি রাহুলের সঙ্গে তাঁর বিচ্ছেদের খবর ‘স্ত্রী ২’ এর প্রচারের অংশ!

Advertisement

বৃহস্পতিবার, শ্রদ্ধা তাঁর ইনস্টাগ্রামে মুম্বইয়ের বিখ্যাত খাবার বড়া পাওয়ের ছবি পোস্ট করেন। তাতেই চর্চিত প্রেমিক রাহুল মোদীকে নিয়ে রসিকতা করেন অভিনেত্রী। বলা ভাল খানিক আবদারের সুরেই নায়িকা লেখেন, ‘‘বড়া পাও-এর জন্য আমি তোমাকে যে কোনও সময় ধমক দিতে পারি।’’ ছবিতে দেখা যাচ্ছে, বেশ রাতে গাড়ি চড়ে কোথাও যাচ্ছেন শ্রদ্ধা, হাতে ধরা বড়া পাও। এই পোস্টের সঙ্গে নেপথ্যে আশা ভোঁসলের গাওয়া গান ‘‘তু তুহে ওয়াহি’’ জুড়ে দেন অভিনেত্রী।

গত বছর থেকেই বার বার রাহুলের সঙ্গে দেখা গিয়েছে শ্রদ্ধাকে। কখনও নৈশভোজে, কখনও আবার রাহুলের বাড়ি থেকে ছবি দিতে দেখা গিয়েছে অভিনেত্রীকে। এমনকি একসঙ্গে ছুটি কাটাতেও গিয়েছেন দু’জনে। অনন্ত অম্বানীর প্রাক্-বিবাহ অনুষ্ঠানেও একসঙ্গে দেখা গিয়েছিল শ্রদ্ধা ও রাহুলকে। যদিও বিয়েতে উপস্থিত ছিলেন না অভিনেত্রী। এই বিষয়টিও জল্পনা ঘনীভূত করেছে। অবশেষে নিজেই কি প্রেমে সিলমোহর দিলেন শক্তি-কন্যা!

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement