Deepika Padukone

দীপিকার ডায়েরি

কেমন ভাবে তিনি স্কুল থেকে ফিরেই প্রিয় ধারাবাহিক দেখতে বসে পড়তেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২১ জানুয়ারি ২০২১ ০১:২২
Share:

দীপিকা পাড়ুকোন

পডকাস্ট শো, অডিয়ো বুক এখন বিনোদনের নতুন ট্রেন্ড। তার সঙ্গে বোধহয় এ বার যুক্ত হতে চলেছে সেলেবদের অডিয়ো ডায়েরি। বলিউডে এই ট্রেন্ড শুরু করেছেন দীপিকা পাড়ুকোন। নতুন বছরের শুরুতে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের সব পুরোনো পোস্ট ডিলিট করে দিয়েছিলেন অভিনেত্রী। তার বদলে পোস্ট করেছিলেন একটি অডিয়ো ডায়েরি। সেখানে গত বছর তাঁর কেমন গিয়েছে এবং নতুন বছরে ভক্তদের শুভেচ্ছা জানিয়েছিলেন। এ-ও বলেছিলেন, এই অডিয়ো ডায়েরির মাধ্যমে তিনি তাঁর ভাললাগা, চিন্তাধারা ভক্তদের সঙ্গে ভাগ করে নেবেন। বুধবার ফের একটি অডিয়ো পোস্ট করেন দীপিকা। সেখানে তাঁর ছোটবেলার পছন্দের শো— ‘স্মল ওয়ান্ডার’ নিয়ে কথা বলেছেন অভিনেত্রী। কেমন ভাবে তিনি স্কুল থেকে ফিরেই প্রিয় ধারাবাহিক দেখতে বসে পড়তেন। তাঁর পছন্দের চরিত্র ভিকির কথাও বলেছেন।

Advertisement


বলি সেলেবদের সব কাজের পিছনেই নির্দিষ্ট কারণ থাকে। তাঁদের ইনস্টা-পোস্টের নেপথ্যেও থাকে বাণিজ্যিক কারণ। দীপিকার এই অডিয়ো বুক ভক্তদের সঙ্গে যোগাযোগের নতুন পন্থা নাকি এর পিছনে কোনও আর্থিক চুক্তিও রয়েছে, তা ক্রমশ প্রকাশ্য।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement