Salman Khan

পুরুষদের ভিড়ে সামলে রাখতেন নায়িকাকে! সলমনের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকতেন দিয়া

‘তুমকো না ভুল পায়েঙ্গে’ ছবিতে সলমনের সঙ্গে জুটি বেঁধেছিলেন দিয়া। সেই ছবির শুটিং সেটের মুহূর্ত আজও মনে রেখেছেন অভিনেত্রী। কারণ তিনি ছিলেন সলমন-অনুরাগী।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৯ নভেম্বর ২০২৪ ২০:০৬
Share:

‘তুমকো না ভুল পায়েঙ্গে’ ছবির দৃশ্যে সলমন খান ও দিয়া মির্জ়া। ছবি: সংগৃহীত।

বিশ্ব জুড়ে তাঁর অসংখ্য অনুরাগী। বড় পর্দায় তাঁর ছবি মুক্তি পেলে প্রেক্ষাগৃহ ভরে ওঠে মুহূর্তে। তাঁর নাম সলমন খান। মেজাজের জন্য বলিউডে তিনি পেয়েছেন ‘ভাইজান’ তকমা। শোনা যায়, রেগে গেলে নাকি একেবারে অন্য রূপ ধারণ করেন সলমন। কিন্তু তাঁর মতো বড় মন পাওয়াও নাকি সহজ নয়। বন্ধু হিসাবেও তাঁর নাকি কোনও তুলনাই হয় না। সম্প্রতি সলমন সম্পর্কে মুখ খুললেন অভিনেত্রী দিয়া মির্জ়া।

Advertisement

‘তুমকো না ভুল পায়েঙ্গে’ ছবিতে সলমনের সঙ্গে জুটি বেঁধেছিলেন দিয়া। সেই ছবির শুটিং সেটের মুহূর্ত আজও মনে রেখেছেন অভিনেত্রী। কারণ তিনি ছিলেন সলমন-অনুরাগী। দিয়া এক সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে বলেন, “ওই ছবিতে কাজ করার আগে থেকেই আমি সলমনের অনুরাগী ছিলাম। কাজ শুরু করার পরে, রোজ ওর দিকে তাকিয়ে থাকতাম। ভাবতাম, সত্যিই আমি সলমনের সঙ্গে কাজ করছি! বিশ্বাস হত না। যার ছবি আমি বার বার দেখতাম, তাঁর সঙ্গে কাজ করতে পারা আমার জন্য অবিশ্বাস্য ছিল।”

রাজস্থানে ভিড়ের মাঝে ছবির শুটিং ছিল। ভিড়ের মাঝে যাতে দিয়ার অস্বস্তি না হয়, সেই দিকে নজর রাখছিলেন সলমন। সেই সময় শুটিং সেটে মহিলারা ছিলেন না। পুরুষদের ভিড়ে নায়িকার সুরক্ষার ভার নিয়েছিলেন ভাইজান নিজেই। দিয়া বলেছেন, “এখন যেমন ছবির সেটে লিঙ্গ সাম্য বজায় থাকে, তখন তেমন ছিল না। ছবির সেটে মহিলা কলাকুশলী কমই থাকতেন। পুরুষশাসিত ইন্ডাস্ট্রি ছিল। মনে আছে, আমার নিরাপত্তা নিয়ে সলমন খুব সতর্ক থাকতেন।”

Advertisement

শুটিংয়ের পরেও যাতে গাড়িতে দিয়া আগে উঠে পড়েন, সেই দিকে খেয়াল রাখতেন সলমন। দিয়ার কথায়, “এমন অভিনেতা সত্যিই হাতে গুনে পাওয়া যায়। খুব কম মানুষই অন্যের নিরাপত্তা নিয়ে এতটা ভাবেন।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement