পূজা। ইউটিউব থেকে নেওয়া ছবি।
'সেলফি ম্যায়নে লে লিয়া', 'দিলোঁ কা শ্যুটার', 'সোয়্যাগ ওয়ালি টোপি', ঢিনচ্যাক পূজার গলায় এই গানগুলি নিশ্চয়ই ভোলেননি নেটাগরিকরা। ফের নতুন গান গেয়ে ভাইরাল সেই ঢিনচ্যাক পূজা, এবার ‘রোজ রোজ কা কাম’।
গানের নাম দেখেই বোঝা যাচ্ছে, জীবনের রোজনামচার কাহিনি। সেই গানে পূজা নিজেই গান গেয়েছেন, আগের ভিডিয়োগুলির মতো নিজেই অভিনয় করেছেন। সেখানে তিনি তুলে ধরেছেন, তাঁর সারাটা দিন কী ভাবে কাটছে।
সকালে ওঠা থেকে তৈরি হয়ে অফিস যাওয়া, সন্ধ্যায় ফিরে এসে অবসর যাপন, ফের রাত্রে শুতে যাওয়া। মিনিট খানেকের ভিডিয়োতে তাঁর প্রাত্যহিক জীবনে গোটা দিনের কাহিনি গানের মাধ্যমে দেখাতে চেয়েছেন পূজা। ইউটিউবে পুজা ভিডিয়োটি ৯ অক্টোবর পোস্ট করেছেন তিনি। তার পর থেকে এখও পর্যন্ত প্রায় ২ লাখ ভিউ পেয়েছে সেটি।
আরও পড়ুন: ৮৭ বছরের জোশি আঙ্কলের পাশে দাঁড়াতে অন্তত একটা ব্যাগ কেনার অনুরোধ
আরও পড়ুন: গর্ভে ৯ মাসের সন্তান নিয়ে দৌড়, সাড়ে ৫ মিনিটে এক মাইল
পূজার এহেন প্রচেষ্টাকে অনেকেই মজার ছলে নেন। অনেক নেটাগরিকই আবার সমালোচনা করেন কেউ বা মিম তৈরি করেন পুজার এই সব গান নিয়ে। কেউ কেউ মন্তব্য করেছেন, ২০২০ সালের সব থেকে খারাপ বিষয় এটি। তবে তাতে পূজার বিশেষ কিছু আসে যায় বলে মনে হয় না, তিনি নিজের মতো করে গান গেয়ে যান। আর সেই সব ভিডিয়ো লাখ লাখ ভিউও পায়।