ISL 2024-25

শনিবার আইএসএল লিগ-শিল্ড জেতা হল না বাগানের, ভারতসেরা হতে জিততে হবে রবিবার

ঘরের মাঠে নামার আগে আইএসএল লিগ-শিল্ড জেতা হল না মোহনবাগানের। তার জন্য অন্তত আরও ২৪ ঘণ্টা অপেক্ষা করতে হবে সবুজ-মেরুনকে। গোয়ার জয়ে এই অপেক্ষা বাড়ল।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০২৫ ২১:২৫
Share:
football

মোহনবাগান ফুটবল দল। —ফাইল চিত্র।

শনিবার মাঠে না নেমেই আইএসএল লিগ-শিল্ড জেতার সুযোগ ছিল মোহনবাগানের। তবে তার জন্য গোয়ার বিরুদ্ধে জিততে হত কেরল ব্লাস্টার্সকে। সেটা হল না। কেরলকে ২-০ গোলে হারাল গোয়া। ফলে ঘরের মাঠে নামার আগে ভারতসেরা হওয়া হল না মোহনবাগানের। তার জন্য অন্তত আরও ২৪ ঘণ্টা অপেক্ষা করতে হবে সবুজ-মেরুনকে।

Advertisement

আইএসএলের পয়েন্ট তালিকায় মোহনবাগান এখন শীর্ষে। ২১ ম্যাচে তাদের পয়েন্ট ৪৯। সমসংখ্যক ম্যাচ খেলে গোয়ার পয়েন্ট ৪২। অর্থাৎ, গোয়া যদি তাদের বাকি তিনটি ম্যাচ জেতে তা হলে সর্বাধিক ৫১ পয়েন্ট হবে তাদের। গোয়া যদি কেরলের কাছে হারত তা হলে সর্বাধিক ৪৮ পয়েন্ট গত তাদের। বাগানের পয়েন্ট ইতিমধ্যেই ৪৯। অর্থাৎ, গোয়া হারলে নিজেদের ম্যাচের আগেই চ্যাম্পিয়ন হয়ে যেত মোহনবাগান। কিন্তু তা হল না।

রবিবার ঘরের মাঠে ওড়িশার বিরুদ্ধে খেলবে মোহনবাগান। সেই ম্যাচ জিতলে তাদের পয়েন্ট হবে ৫২। গোয়ার পক্ষে ৫১ পয়েন্টের বেশি যাওয়া সম্ভব নয়। অর্থাৎ, ওড়িশাকে হারালেই দুই ম্যাচ বাকি থাকতে লিগ-শিল্ড চ্যাম্পিয়ন হবে বাগান। তবে যদি বাগান পয়েন্ট নষ্ট করে তা হলে ভারতসেরা হওয়ার অপেক্ষা আরও বাড়বে তাদের।

Advertisement

শনিবার ঘরের মাঠে কেরলের বিরুদ্ধে দাপট দেখায় গোয়া। প্রথমার্ধেই বেশ কয়েক বার গোলের সামনে পৌঁছে যায় তারা। কিন্তু গোল হয়নি। ফলে চাপ বাড়ছিল গোয়ার উপর। দ্বিতীয়ার্ধের শুরুতেই গোয়াকে এগিয়ে দেন ইকের গুয়ারোচেনা। পিছিয়ে পড়লেও লড়াই থামায়নি কেরল। কিন্তু তারা আসল কাজটাই করতে পারল না। গোয়ার জালে বল জড়াতে পারল না। ৭৩ মিনিটের মাথায় মহম্মদ ইয়াসিরের গোল গোয়ার জয় নিশ্চিত করে দেয়। সেই সঙ্গে অপেক্ষা বাড়ায় সবুজ-মেরুন সমর্থকদের।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement