ফাইল চিত্র।
পঞ্চগনির সেটে পৌঁছে যেতে হত কাকভোরে। কাঁটায় কাঁটায় ৫টায়। রোজ তা-ই করতেন ধর্মেন্দ্র এবং শর্মিলা। কারণ, তেমনটাই নির্দেশ পরিচালকের। অতীতের বলিউডে যেন এক পাক ঘুরে এলেন বর্ষীয়ান অভিনেতা। এক ভিডিয়োয় অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিলেন সেই সুখস্মৃতি।
১৯৬৬ সালে মুক্তি পেয়েছিল হৃষিকেশ মুখোপাধ্যায় পরিচালিত ছবি 'অনুপমা'। তারই শ্যুটিং হয় পঞ্চগনিতে৷ পরিচালকের নির্দেশ ছিল, ভোর ৫টায় যেন সকলেই ফ্লোরে চলে আসেন। সে আদেশ অমান্য করবে, এমন বুকের পাটা ছিল না কারওরই। অনেকেই বলেন, সে সময়ে বলিউডে কাজের ধারা বা মানসিকতাও ছিল আলাদা। একটি পরিবারের মতো কাজ করত গোটা ইউনিট। একই নিয়ম-শৃঙ্খলা বরাদ্দ থাকত নায়ক-নায়িকা, কলাকুশলী-সহ সকলের জন্যই।
৫৬ বছর আগের স্মৃতিতে ডুব। ভিডিয়োয় ছবিরই একটি গান অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন ধর্মেন্দ্র। গানটি গেয়েছিলেন হেমন্ত মুখোপাধ্যায়। জাতীয় পুরস্কারজয়ী ছবিতে প্রশংসিত হয়েছিল শর্মিলা-ধর্মেন্দ্র জুটিও।