ধনশ্রীর মিউজ়িক ভিডিয়ো ভাইরাল। ছবি: ফেসবুক।
“অন্যের বিছানায় আমি তোমাকে শুতে দেখেছি, কাছের মানুষের চোখে জল দেখেছি।… নতুন খেলনা পেয়ে পুরনো খেলনা ভুলে গিয়েছ…।” বিচ্ছেদে আইনি সিলমোহর পড়ার পরেই মুক্তি পেয়েছে ধনশ্রী বর্মা অভিনীত মিউজ়িক ভিডিয়ো ‘দেখা জি দেখা ম্যায়নে’। এর পরেই তিনি ছবিশিকারিদের মুখোমুখি। সেখানে এক চিত্রগ্রাহক অভিনেত্রী-নৃত্য পরিচালককে জানান, মুক্তি পাওয়া গান আর ধনশ্রীর জীবন যেন এক! গানের প্রত্যেকটি পঙ্ক্তি কি অভিনেত্রীর জীবনের কথা বলেছে?
বিচ্ছেদ নিয়ে মুখ না খুললেও ছবিশিকারির এই প্রশ্নের জবাব দিয়েছেন তিনি। অবশ্যই ইশারায়। প্রশ্ন শুনে হেসে ফেলেছেন ধনশ্রী। তার পর ‘থাম্পস আপ’ দেখিয়েছেন সেই ছবিশিকারিকে। যা দেখে বলিউডের অন্দরে গুঞ্জন, ‘বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট’।
২০২০ সালে ভারতীয় ক্রিকেটার যুজবেন্দ্র চহলের সঙ্গে ধনশ্রীর বিয়ে হয়। ২০২২ থেকে আলাদা থাকতে শুরু করেন। ২০২৪-এর শেষে খ্যাতনামী দম্পতির বিচ্ছেদের কথা প্রথম প্রকাশ্যে আসে। চলতি মাসের ২১ তারিখ তাঁরা পাকাপাকি বিচ্ছিন্ন। আইনি পথে বিচ্ছেদ চেয়েই ৪ কোটি ৭৫ লক্ষ টাকা খোরপোশ দাবি করেন ধনশ্রী। খবর, চহল এখনও পর্যন্ত ২ কোটি ৩৭ লক্ষ ৫৫ হাজার টাকা দিয়েছেন।
খোরপোশের অঙ্ক দেখে অনেকেই অভিনেত্রীর দিকে অভিযোগের আঙুল তুলেছিলেন। প্রশ্ন তুলেছিলেন, এত মোটা অঙ্কের খোরপোশ চাইছেন কেন তিনি? সেই অভিযোগের জবাব কি ধনশ্রী গানের মাধ্যমেই দিলেন?