Gourab Chatterjee

Gourab-Devlina: বিয়ের পর গৌরবের প্রথম জন্মদিন, স্বামীকে কী উপহার দিলেন দেবলীনা?

তবে এ বার খোলা রাস্তায় নয়, চার দেওয়ালের মাঝে সাইকেল চালাচ্ছেন গৌরব!  অথবা বলা যায়, সাইকেল চালানোর অভিনয় করছেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৫ জুন ২০২১ ১৬:০৭
Share:

দেবলীনা কুমার এবং গৌরব চট্টোপাধ্যায়।

সাইকেল চালাতে ভালবাসেন গৌরব চট্টোপাধ্যায়। অভিনেতার ইনস্টাগ্রামের দেওয়ালে চোখ রাখলেই তা স্পষ্ট হয়ে যায়। দু’চাকার যানের প্যাডেল ঘুরিয়ে শহরের রাস্তায় ঘুরে বেড়ানোর নেশায় স্ত্রী দেবলীনা তাঁর সব সময়ের সঙ্গী।

তবে এ বার খোলা রাস্তায় নয়, চার দেওয়ালের মাঝে সাইকেল চালাচ্ছেন গৌরব! অথবা বলা যায়, সাইকেল চালানোর অভিনয় করছেন। সেই ভিডিয়ো নিজের ইনস্টাগ্রামে দিয়ে মঙ্গলবার তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন দেবলীনা। লিখলেন, ‘হ্যাঁ। আপনারা ওকে রোজ নিখুঁত ভাবে সাইক্লিং গিয়ার ব্যবহার করে আলোর গতিতে সাইকেল চালাতে দেখেন। কিন্তু বাড়িতে ও এ সব করে। আমিই একমাত্র তার সাক্ষী। শুভ জন্মদিন আমার পাগল বর। তোমাকে ভালবাসি।’

বিয়ের পর গৌরবের প্রথম জন্মদিন। মধ্যরাতে নিজের হাতে কেক বানিয়ে তাঁকে তাক লাগিয়েছেন দেবলীনা। তার সঙ্গেই উপহার দিয়েছেন ‘সাইক্লিং শ্যুজ’ (সাইকেল চালানোর জন্য বিশেষ ধরনের জুতো)। শাশুড়ি দেবযানী কুমার পঞ্চপদ রান্না করেছেন জামাইয়ের জন্য। দুপুরে সেখানেই ভূরিভোজ সারবেন গৌরব। জামাইকে তাঁর জন্মদিনেই জামাইষষ্ঠীর তত্ত্ব পাঠিয়ে দিয়েছেন দেবযানী। দেবলীনার কথায়, “লকডাউনে কোথাও যাওয়ার উপায় নেই। এই দু’দিন অর্থাৎ আজ এবং আগামিকাল মায়ের বাড়িতে খাওয়াদাওয়া হবে। এটা ওর প্রথম জামাইষষ্ঠী। শাড়ি পরে গৌরবকে নিয়ে আগামিকাল বাড়ি যাব।’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement