dev

Dev-Rukmini: জ্বরে কাহিল রুক্মিণী, কোভিড রিপোর্টের অপেক্ষায় দেব

জ্বরে আক্রান্ত হয়েছিলেন দেবের বান্ধবী রুক্মিণী মৈত্র। সাবধান হতে করোনা পরীক্ষাও করিয়েছিলেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৫ জানুয়ারি ২০২২ ১৩:১৪
Share:

আপাতত করোনা নেগেটিভ দেব-রুক্মিণী।

তাঁর করোনা আক্রান্ত হওয়ার খবর ঘুরপাক খাচ্ছে চারদিকে। বিষয়টি দেবের নজর এড়িয়ে যায়নি। তবে এই তথ্য যে ভুয়ো, তা নিজেই সকলকে জানিয়ে দিলেন ঘাটালের সাংসদ।

অসুস্থতার জল্পনা উড়িয়ে টুইটারে দেব লিখেছেন, ‘আমার করোনা আক্রান্ত হওয়ার গুঞ্জন আপাতত মিথ্যা। সকালে আরটিপিসিআর টেস্ট করিয়েছি। রাতে রিপোর্ট পাব।’

তাঁর জন্য উদ্বিগ্ন সকলকে আশ্বস্ত করেছেন দেব। পাশে থাকার জন্য ধন্যবাদ জানিয়েছেন তাঁদের। আপাতত তিনি রিপোর্ট হাতে পাননি ঠিকই। কিন্তু বর্তমান পরিস্থিতিতে সকলকে সাবধানতা অবলম্বনের বার্তা দিয়েছেন— ‘একটা কথা নিশ্চিত ভাবে বলতে পারি। আমরা লড়াই করছি। তাই সিনেমা, জনসভা, মেলা, জমায়েত পরেও করা যেতে পারে’।

Advertisement

জ্বরে আক্রান্ত হয়েছিলেন দেবের বান্ধবী রুক্মিণী মৈত্র। সাবধান হতে করোনা পরীক্ষাও করিয়েছিলেন। রিপোর্ট নেগেটিভ আসে। দিন দু’য়েক আগে টুইটের মাধ্যমে রুক্মিণী সে কথা জানিয়েছিলেন অনুরাগীদের।

বুধবার সকালে শ্রীলেখা মিত্র জানিয়েছেন, জ্বরে ভুগছেন তিনিও। তবে তিনি কোভিড আক্রান্ত কি না, এখনও পর্যন্ত তা জানা যায়নি। টলিউডে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। সস্ত্রীক আক্রান্ত পরিচালক তথা ব্যারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তী। শ্রীজাত, সৃজিত মুখোপাধ্যায়, শতরূপা সান্যাল, চিত্রাঙ্গদা চক্রবর্তীর মতো তারকাদের শরীরেও বাসা বেঁধেছে এই মারণ ভাইরাস।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement