dev

Dev-Rukmini: জুটিতে ছুটিতে দেব আর তাঁর ‘দেবী’! ফের মলদ্বীপে সাগরপাড়ে

২৯ এপ্রিল মুক্তি পাবে রাহুল মুখোপাধ্যায়ের প্রথম ছবি ‘কিশমিশ’। ছবির নায়ক-নায়িকা দেব-রুক্মিণী। এটি জুটির ষষ্ঠ ছবি। চিত্রনাট্য মেনে চারটি বিশেষ লুকে ধরা দেবেন অভিনেতা। শুধু মাত্র অভিনয়ের জন্য ৪০ কেজি ওজন ঝরিয়েছেন!

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ মার্চ ২০২২ ২২:৪১
Share:

ফাইল চিত্র।

‘টনিক’-এর সাফল্যে চাঙ্গা দেব অধিকারী। সদ্য শেষ করেছেন ‘কাছের মানুষ’-এর শ্যুটিং। টাটকা হতে একটু ছুটি তো চাই! যেমন ভাবা, তেমনি কাজ। ‘দেবী’ রুক্মিণী মৈত্রকে নিয়ে ফের তারকা-সাংসদ সাগর পাড়ে। মলদ্বীপ ভারী পছন্দ উভয়েরই। ফলে, সপ্তাহান্ত শুরু হতেই উড়ে গিয়েছেন দু’জনে। ফ্রেমের ফাঁদকে ফাঁকি দিয়ে আপাতত তাঁরা প্রেমের ফাঁদে!

Advertisement

শুক্রবার থেকে একটি, দু’টি করে ছবি পোস্ট করছেন ‘টনিক’। যদিও লেখেননি কোথাকার ছবি। বদলে ব্যবহার করেছেন তাঁর বিখ্যাত মন্তব্য, ‘এমনিই...!’ কিন্তু প্রকৃতি বুঝিয়ে দিয়েছে বলিউডের মতো ইদানীং টলিউডেরও মনপসন্দ ডেস্টিনেশন এই মনোরম দ্বীপ।

২৯ এপ্রিল মুক্তি পাবে রাহুল মুখোপাধ্যায়ের প্রথম ছবি ‘কিশমিশ’। ছবির নায়ক-নায়িকা দেব-রুক্মিণী। এটি জুটির ষষ্ঠ ছবি। চিত্রনাট্য মেনে চারটি বিশেষ লুকে ধরা দেবেন অভিনেতা। শুধু মাত্র অভিনয়ের জন্য ৪০ কেজি ওজন ঝরিয়েছেন! এক প্রস্থ প্রচার সেরে বেরিয়েছেন। ছুটি থেকে ফিরেই ফের প্রচারে নামবেন তাঁরা। সেই সঙ্গে দেবের হাতে রয়েছে আরও দুটো ছবির কাজ, অভিজিৎ সেনের ‘প্রজাপতি’, ধ্রুব বন্দ্যোপাধ্যায়ের ‘রঘু ডাকাত’। খবর, দুটো ছবিরই শ্যুট হবে চলতি বছরে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement