Mimi Dutta

জীবনে রয়েছেন স্বামী ওম, তার পরও অভিনেত্রী মিমির জীবনে নতুন ডেট?

ওমের সঙ্গে মিমির শান্তির সংসার। আচমকাই নতুন খবর ভেসে এল। আবারও ডেট করছেন অভিনেত্রী।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২০ ডিসেম্বর ২০২২ ১৯:৩১
Share:

অভিনেত্রী মিমি দত্তের জীবনে নতুন কেউ? ফাইল চিত্র।

মিমি দত্ত টালিগঞ্জের পরিচিত মুখ। বিয়ে করেছেন অভিনেতা ওম সাহানিকে। প্রায় দু’বছর হল চুটিয়ে সংসার করছেন এই তারকা জুটি। কিছু দিন আগে জমিয়ে স্বামী ওমের জন্মদিনও পালন করেছেন অভিনেত্রী। এত কিছুর মধ্যেই নায়িকার জীবনে নতুন ডেট। তবে কি সুখের সংসারে ভাঙন? এমন কী হল যে, আবারও নতুন কাউকে খোঁজার চেষ্টা করছেন মিমি?

Advertisement

দার্জিলিংয়ে ঘুরতে গিয়েছেন অভিনেত্রী। তবে কি কাঞ্চনজঙ্ঘার কোলে খুঁজে পেলেন কাউকে? না, আসলে মোটেই তেমনটা ঘটেনি। পাহাড়ে বেড়াতে গিয়ে বরফের দেশেই মন দিয়ে ফেলেছেন অভিনেত্রী। পরনে শীতপোশাক, চোখে রোদচশমা, পাহাড়ের সামনে দাঁড়িয়ে অভিনেত্রী। এমনই এক ছবি পোস্ট করে মিমি লেখেন, ‘এক দিন পাহাড়ের সঙ্গে ডেটে।’

পাহাড় ভালবাসেন না এমন কম মানুষই আছেন। তাই মিমির ক্ষেত্রে পাহাড়প্রেম খুব একটা ব্যতিক্রম কিছু নয়। দার্জিলিংয়ে নিজের পছন্দের জায়গায় ফ্রেমবন্দি করলেন প্রতিটা মুহূর্ত। তাঁর কাছে ওমের থেকেও বেশি প্রিয় পাহাড়। কিছু দিন বরফের দেশে কাটিয়ে কলকাতা ফিরে ফের যোগ দেবেন কাজে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement