রজার ওয়াটারস
ভারতে নাগরিকত্ব আইন-বিরোধী বিক্ষোভের কথা বলতে গিয়ে লন্ডনের মঞ্চে দাঁড়িয়ে আমির আজিজ়ের কবিতা পাঠ করলেন প্রবাদপ্রতিম গিটারিস্ট ও পিঙ্ক ফ্লয়েডের সহ-প্রতিষ্ঠাতা রজার ওয়াটারস। উইকিলিসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জের মুক্তির দাবিতে এক প্রতিবাদ সভায় যোগ দিয়েছিলেন রজার। সেখানে ভারত-সহ সারা বিশ্বে মাথা চাড়া দেওয়া প্রতিবাদের প্রসঙ্গ তোলেন তিনি। আর সেই সূত্রেই আমিরের কথা বলেন তিনি। রজার বলেন, ‘‘এই তরুণকে আমরা চিনি না। তিনি দিল্লির কবি ও সমাজকর্মী আমির আজিজ়। নরেন্দ্র মোদী ও তাঁর ফাসিস্ত এবং বিদ্বেষমূলক নাগরিকত্ব আইনের বিরুদ্ধে প্রতিবাদে সামিল।’’ এর পরেই অমিরের ‘সব ইয়াদ রাখা জায়েগা’ কবিতাটির ইংরেজি অনুবাদ পাঠ করেন তিনি। নাগরিকত্ব আইনকে কেন্দ্র করে ছড়ানো দিল্লি হিংসার সমালোচনা করে টুইট করেন হলিউড অভিনেতা জন কুস্যাকও।
এ দিকে কুনাল কামরা ‘জোকার’ ছবির একটি ভিডিয়ো পোস্ট করেছেন। যেখােন জোকার অগ্নিদগ্ধ শহরের মধ্য দিয়ে গাড়ি করে যেতে যেতে সে দৃশ্য উপভোগ করছে। কুনাল অবশ্য জোকারের বদলে বসিয়েছেন অমিত শাহের মুখ।