মহাভারতে দ্রৌপদীকথা, বলবেন দীপিকা

দেশজুড়ে ‘বাহুবলী’ সিরিজ়ের সাফল্যের পর শোনা গিয়েছিল, পরিচালক এস এস রাজামৌলি এর পর মহাভারত নিয়েও ছবি করবেন। এই ম্যাগনাম ওপাসের সঙ্গে এক সময় জুড়ে গিয়েছিল আমির খানের নামও।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৫ অক্টোবর ২০১৯ ০০:০২
Share:

দীপিকা

দীপিকা পাড়ুকোন এ বার তাঁর স্বপ্নের চরিত্রে। দ্রৌপদীর চরিত্রে অভিনয় করবেন নায়িকা। দ্রৌপদীর দৃষ্টিকোণ থেকে মহাভারতের আখ্যান নিয়ে তৈরি হতে চলেছে ছবি। যে ছবির মুখ্য চরিত্রে থাকবেন দীপিকাই। মধু মন্টেনা প্রযোজিত এই ছবির নির্দেশনা কে দেবেন, তা অবশ্য এখনও চূড়ান্ত হয়নি। ছবির সহ-প্রযোজনার দায়িত্বে থাকবেন দীপিকাও।

Advertisement

দেশজুড়ে ‘বাহুবলী’ সিরিজ়ের সাফল্যের পর শোনা গিয়েছিল, পরিচালক এস এস রাজামৌলি এর পর মহাভারত নিয়েও ছবি করবেন। এই ম্যাগনাম ওপাসের সঙ্গে এক সময় জুড়ে গিয়েছিল আমির খানের নামও। তিনি নাকি নিজেই কৃষ্ণের চরিত্রটি করতে আগ্রহ প্রকাশ করেছিলেন। তবে শেষ পর্যন্ত মহাভারত নিয়ে যে ছবির ঘোষণা হল, সেখানে দ্রৌপদীর চরিত্রকে কেন্দ্র করে আবর্তিত হবে কাহিনি। ২০২১ সালের দীপাবলিতে মুক্তির পরিকল্পনা করা হয়েছে ছবিটির। দীপিকা নিজে দ্রৌপদীর চরিত্রটিকে ‘রোল অব লাইফটাইম’ বলেছেন। ‘‘মহাভারতের যে আখ্যানগুলি বহুল প্রচলিত, তার বেশির ভাগই পুরুষ চরিত্রদের দৃষ্টিকোণ থেকে বলা। তাই সম্পূর্ণ নতুন আঙ্গিকে বলা এই কাহিনি শুধু আকর্ষকই নয়, এই সময়ে দাঁড়িয়ে খুব গুরুত্বপূর্ণও হতে চলেছে,’’ বলেছেন দীপিকা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement