Deepika Padukone

দীপিকার চোখের ভাষায় কী পড়লেন পাপারাৎজি, যা উদ্বেগ বাড়াল ফ্যানেদের!

মঙ্গলবার এক অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য প্যারিস উড়ে যান অভিনেত্রী। সেখান থেকেই ‘আই ইনফেকশন’ নিয়ে ফিরেছেন তিনি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০১৯ ১৮:০৮
Share:

দীপিকা পাড়ুকোন।

ভাল নেই দীপিকা পাড়ুকোন। চোখের সংক্রমণে বেজায় কাবু অভিনেত্রী। বুধবার মুম্বই এয়ারপোর্ট থেকে বেরোনোর সময় অভিনেত্রীর চোখে কালোচশমা দেখে বিভিন্ন সূত্র মনে করছে এমনটাই।

Advertisement

কিন্তু বিমানবন্দর থেকে বেরোনোর সময় চোখে কালো সানগ্লাস পরা তো সেলেবদের রেওয়াজ। দীপিকাও হয়তো সেই জন্যই পরেছেন রোদ চশমা- প্রশ্ন তুলেছেন অনেকে। তবে বিশেষ সূত্র বলছে, মঙ্গলবার এক অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য প্যারিস উড়ে যান অভিনেত্রী। সেখান থেকেই ‘আই ইনফেকশন’ নিয়ে ফিরেছেন তিনি।

Advertisement

Being a celebrity has it's own hits and misses while Deepika Padukone blew our minds with her look at Paris Fashion week. It's unfortunate that she has caught an eye infection as she is back in the bay. . . . #paris #photooftheday #pictureperfect #Instalove #paparazzi #ManavManglani @manav.manglani

A post shared by Manav Manglani (@manav.manglani) on

প্রিয় অভিনেত্রীর অসুস্থতার খবরে ফ্যানেরা খুবই উদ্বিগ্ন। ইনস্টাগ্রাম ভরে গেছে ‘গেট ওয়েল সুন’ বার্তায়। হাতে এক গুচ্ছ কাজ দীপিকার। মেঘনা গুলজারের ‘ছপক’-এর শুটিং শেষ হয়েছে কিছু দিন আগেই। কবীর খানের পরবর্তী ছবি ‘৮৩’-তেও তিনি জুটি বেঁধেছেন তাঁর ‘লাভ অব লাইফ’ রণবীর সিংহের সঙ্গে। শুটিং বাকি সেই ছবিরও।

আরও পড়ুন- বিয়ে ভাঙার পর আবার নতুন সম্পর্কে প্রিয়ঙ্কার ভাই! কী বললেন নায়িকা?

আরও পড়ুন-‘ধর্মযুদ্ধ’র ফাঁকেই মহালয়ার ভোরে মহিষাসুরমর্দিনী শুভশ্রী

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement