Deepika Padukone

ছোটবেলার ছবি শেয়ার করলেন দীপিকা, ‘সুখবর’-এর আশায় উত্তাল সোশ্যাল মিডিয়া

স্বামী রণবীরের লাইভ চলাকালীন তাঁকে ‘ড্যাডি’ বলে ডাকা নিয়েও নানা প্রশ্নের সম্মুখীন হতে হয়েছিল  দীপিকাকে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৪ নভেম্বর ২০১৯ ১৬:০৮
Share:

দীপিকা-রণবীর।

চোখ দু’টো বোজা, মাথায় অল্প অল্প চুল, গায়ে আবার শীতের পোশাক... রবিবার ইনস্টাগ্রামে শেয়ার করা দীপিকা পাড়ুকোনের ছোটবেলার ছবি আরও একবার উস্কে দিল অভিনেত্রীর অন্তঃসত্ত্বা হওয়ার জল্পনা।

Advertisement

ছবিগুলো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন অভিনেত্রী নিজেই। সেই ছবিতে আবার রণবীর সিংহ ইমোজির মাধ্যমে দীপিকাকেপাঠিয়েছেন ‘হার্ট’।

ব্যস, অমনি ফ্যানেদের মধ্যে গুঞ্জন, ফিসফাস বেড়ে গিয়েছে বেশ কয়েক গুণ। কেউ কেউ দীপিকার ওই ছবির কমেন্টে তাঁকে শুভেচ্ছাও জানিয়ে দিয়েছেন। একজন ফ্যান লিখেছেন, ‘সুখবর আসছে নাকি’?

Advertisement

দীপিকার শেয়ার করা সেই পোস্ট

post diwali celebrations...💤 #diwali

A post shared by Deepika Padukone (@deepikapadukone) on

বিয়ের পর থেকেই দীপিকার অন্তঃসত্ত্বা হওয়া নিয়ে নানা সময়ে নানা ধরনের গুজব রটেছে। ঢিলাঢোলা পোশাক পরায় শুনতে হয়েছে,তিনি নাকি বেবি বাম্প লুকোচ্ছেন।আবার স্বামী রণবীরের লাইভ চলাকালীন তাঁকে ‘ড্যাডি’ বলে ডাকা নিয়েও নানা প্রশ্নের সম্মুখীন হতে হয়েছিল দীপিকাকে।

সত্যিই কি আসছে ‘সুখবর’। ঘন ঘন সোশ্যাল মিডিয়ায় ছোটবেলার ছবি পোস্ট, ‘বাবা’ বলে রণবীরকে ডাকা ইঙ্গিত দিচ্ছে ‘নতুন অতিথি’ আগমনের? অপেক্ষায় দীপ-বীরের ভক্তকুল।

আরও পড়ুন-এবার পোশাক নিয়েও ট্রোলের মুখে নুসরত!

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement