দীপিকা পাড়ুকোন। ছবি: সংগৃহীত।
দীপিকা পাড়ুকোনের হলিউ়ড অভিষেক হয়েছে আগেই। গত বছর অস্কারের মঞ্চেও পা রেখেছেন দীপিকা। এ বার দীপিকাকে দেখা যাবে বাফতার মঞ্চে। ‘ব্রিটিশ অ্যাকাডেমি অফ ফিল্ম অ্যান্ড টেলিভিশন আর্টস’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন দীপিকা। মঙ্গলবার ইনস্টাগ্রাম স্টোরিতে সেই খবর দিলেন নায়িকা। লন্ডনের রয়্যাল ফেস্টিভ অডিটোরিয়ামে বসতে চলেছে ‘বাফটা’র আসর।
দীপিকা ‘বাফতার’ তরফে আসা আমন্ত্রণপত্রটিও স্টোরিতে দিয়েছেন। আগামী ১৯ ফেব্রুয়ারি সিনেমা জগতের শ্রেষ্ঠত্বের সম্মান জানানোর এই আন্তর্জাতিক মঞ্চ আলোকিত করবেন দীপিকা। এই মঞ্চে ডেভিড বেকহ্যাম, কেট ব্ল্যানচেট, দুয়া লিপার মতো তারকাদের সঙ্গে একই সারিতে দেখা যাবে দীপিকাকে।
আরও এক বার আন্তর্জাতিক মঞ্চে দীপিকার উপস্থিত থাকার এই খবরে খুশি নায়িকার অনুরাগীরা। সে দিনের অনুষ্ঠানে দীপিকা কী পরবেন, তা নিয়েও চলছে জল্পনা। তবে দীপিকা অবশ্য এ প্রসঙ্গে অন্য কোনও তথ্য দেননি এখনও। বলিউডের ‘মস্তানি’ কী চমক দেবেন ১৯ তারিখে, সে দিকেই তাকিয়ে গোটা দেশ।
২০২৩ সালে অস্কারের মঞ্চে উপস্থাপক হিসাবে অংশ নিয়েছিলেন অভিনেত্রী। ভারতীয় ছবি ‘আরআরআর’ সিনেমার ‘নাটু নাটু’ গানের সঙ্গে অস্কার মঞ্চে ব্রডওয়ে কায়দায় পারফর্ম্যান্সের ঘোষণা করেছিলেন দীপিকা। গোটা দেশকে গর্বিত করেছিলেন তিনি। এ বার দীপিকার সাফল্যের মুকুটে জুড়তে চলেছে নতুন পালক।