Deboshree Roy

Deboshree Roy: পরিচালনায় আসছেন দেবশ্রী রায়? ‘সর্বজয়া’র দাবি, ভুয়ো খবর

আগামী দিনে কি পরিচালনায় আসবেন তিনি? অভিনেত্রীর দাবি, সে রকম কিছু হলে সবার আগে সংবাদমাধ্যমকেই সে খবর জানাবেন তিনি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৯ মার্চ ২০২২ ১৭:২০
Share:

দেবশ্রী রায়।

দেবশ্রী রায় পরিচালনায় আসছেন। একটি তথ্যচিত্র বানাতে চলেছেন তিনি। এমনই খবর সম্প্রতি শহরের একটি সংবাদপত্রে প্রকাশিত হয়। আনন্দবাজার অনলাইন সেই সময় যোগাযোগ করেছিল ছোট পর্দার ‘সর্বজয়া’র সঙ্গে। মুখ খুলতে চাননি তিনি। নারী দিবসে ফের সেই খবর চর্চায়। এ দিকে অভিনেত্রীর দাবি, পুরোটাই ভুয়ো খবর ছড়িয়েছে!

Advertisement

খবর ছড়াতেই নড়ে বসেছে বিনোদন দুনিয়া। দীর্ঘ ১০ বছর অভিনয় থেকে দূরে ছিলেন দেবশ্রী। ব্যস্ত ছিলেন রাজনীতিতে। ২০২১-এর বিধানসভা নির্বাচনের আগে সেখান থেকে সরে আসেন তিনি। তার পরেই ছোট পর্দায় স্নেহাশিস চক্রবর্তীর ধারাবাহিক ‘সর্বজয়া’-য় প্রত্যাবর্তন তাঁর। এবং সেই ফিরে আসাও তাঁর পক্ষে খুব মসৃণ ছিল না। নেটাগরিকদের একাংশের কটাক্ষ, দেবশ্রী নাকি ‘কলকাতার বাসি রসগোল্লা’ হয়ে গিয়েছেন! যদিও প্রথম দিন থেকেই দর্শকমহলে ভাল সাড়া ফেলেছে দেবশ্রী অভিনীত ধারাবাহিকটি। এ বার তাঁর পরিচালিত ছবি দেখতে উৎসুক অভিনেত্রীর অনুরাগীরা।

রটেছিল, নতুন কোনও ওয়েব প্ল্যাটফর্মের জন্য পশুকল্যাণের উপরে তথ্যচিত্র বানাতে চলেছেন দেবশ্রী। ফের আনন্দবাজার অনলাইন যোগাযোগ করে তাঁর সঙ্গে। দেবশ্রী সাফ বলেছেন, ‘‘আমি এখনই পরিচালনায় আসছি না। বিষয়টি এখনও আলোচনার পর্যায়ে। তাই কিছুই বলার জায়গায় পৌঁছয়নি। আর তথ্যচিত্র তো কোনও ভাবেই নয়।’’ তা হলে কী ধরনের ছবি বানাতে চলেছেন তিনি? অভিনেত্রীর দাবি, সে রকম কিছু হলে সবার আগে সংবাদমাধ্যমকেই সে খবর জানাবেন তিনি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement