দেবলীনা দত্ত
স্কুল জীবন ঠিক যতটা রঙিন, কারও জন্য ততটাই বেরঙিন হয়ে উঠতে পারে। শৈশবের ‘নস্টালজিয়া’-এ নয়, দর্শকদের সে সময়ের কঠিন বাস্তবের মুখোমুখি করবে ‘কিশলয়’। আর সেই উদ্দেশ্যকে রূপায়িত করতে মুখ্য ভূমিকায় থাকবেন অভিনেত্রী দেবলীনা দত্ত।
থ্রিলার ঘরানার এই ছবি পরিচালনা করেছেন পরিচালক আতিউল ইসলাম। পড়ুয়াদের জীবনে মার্কশিটের নম্বরটাই কি সব কিছু? নাকি অনেক নম্বর পাওয়ার চাপেই ঘনিয়ে আসে এক প্রবল মানসিক চাপ? প্রশ্ন তুলেছেন পরিচালক।
ছবির পরতে পরতে রয়েছে রোমাঞ্চ। দেবলীনা ছাড়াও এই ছবিতে অভিনয় করেছেন সুদীপ মুখোপাধ্যায়, সুদীপ্তা চক্রবর্তী, শিশু শিল্পী অদ্রিজা মুখোপাধ্যায়, বিবেক ত্রিবেদী, দেবরাজ মুখোপাধ্যায় প্রমুখ। ছবির গল্প লিখেছেন তানবীর কাজী। সঙ্গীত পরিচালনার দায়িত্বে রয়েছেন সঙ্গীতশিল্পী ইন্দ্রাণী বন্দ্যোপাধ্যায়।
সুদীপ্তা চক্রবর্তী, পরিচালক আতিউল ইসলাম, অদ্রিজা মুখোপাধ্যায়
‘আরণ্যক ফিল্মস প্রোডাকশন’-এর ব্যানারে এই বছরই মুক্তি পাবে এই ‘কিশলয়’। ছবিতে সহ-পরিচালনা করেছেন আর চট্টোপাধ্যায়।
পরিচালক আতিউল ইসলাম বললেন ‘‘এই ছবিতে বাংলা দর্শক এক কঠিন বাস্তবের ছবি দেখতে পাবে। আশা করছি দর্শককে একটি ভাল ছবি উপহার দিতে পারব।’’