(বাঁ দিকে) তথাগত মুখোপাধ্যায় (ডান দিকে) দেবলীনা দত্ত। গ্রাফিক : শৌভিক দেবনাথ।
আরজি কর কাণ্ডের প্রতিবাদ এখন ছড়িয়ে পড়েছে গোটা দেশে। ১৪ অগস্ট রাতে স্বাধীনতা দিবসের প্রাক্-লগ্নে সারা বাংলা জুড়ে মহিলাদের প্রতিবাদ মিছিল। কলকাতা থেকে শহরতলি, জেলা সর্বত্রই রাস্তায় নামার অঙ্গীকার। আন্দোলনের আঁচ, দিল্লি, মুম্বই, বেঙালুরুতেও। সাধারণ মানুষের সঙ্গে কণ্ঠ মিলিয়েছেন তারকারাও। ‘মেয়েরা রাত দখল করো’ এই প্রতিবাদ মিছিল নিয়েও ইতিমধ্যেই রাজনীতির দড়ি টানাটানি শুরু হয়েছে। এক শ্রেণির মানুষ যেমন এই প্রতিবাদে রাজনৈতিক রং দেওয়ারই পক্ষে। অন্যপক্ষ চাইছেন গোটাটাই থাকুক অরাজনৈতিক। বরং লক্ষ্য হোক আরজি কর মেডিক্যাল কলেজের মৃতা চিকিৎসক পড়ুয়ার ন্যায় বিচার। এর মধ্যেই মধ্যরাতের জমায়েত নিয়ে কী ভাবছেন জানালেন তথাগত, দেবলীনা।
পরিচালক, অভিনেতা তথাগত মুখোপাধ্যায় সমাজমাধ্যমে লিখেছেন, ‘‘জীবদ্দশাতে প্রথমবার ‘স্বাধীনতা’ শব্দের রূপ চাক্ষুষ করব গোটা পশ্চিমবাংলা জুড়ে। শুধু মৃত্যুর বিরুদ্ধে নয়,শুধু অত্যাচারের বিরুদ্ধে নয়, দুর্নীতির বিরুদ্ধেও। দেখা হচ্ছে কোথাও না কোথাও।” আরজি কর-কাণ্ডে এমনিতেই বিচলিত তথাগত আনন্দবাজার অনলাইনকে জানিয়েছিলেন, নিজের অধিকার, জায়গা আদায় করতে নারীদের সংঘবদ্ধ হতে হবে। সমলিঙ্গকে সমর্থন জানাতে হবে। কোনও নারী খোলামেলা পোশাকে রাস্তায় বেরোলে বা সমাজমাধ্যমে ভিডিয়ো ভাগ করে নিলে সমালোচনা করা বন্ধ করতে হবে। স্বামী, সন্তান, ভাই বা প্রেমিক— পরিবার বা পরিচিত কোনও পুরুষ নারীর প্রতি কুদৃষ্টিতে তাকালে মেয়েটিকে নয়, নিজের পুরুষকে শাসন করতে হবে। তবেই হয়তো লিঙ্গনির্বিশেষে সকলে সমাজে সমানাধিকার পাবে।
অন্যদিকে দেবলীনার আবেদন, ১৪ অগস্টের এই রাতে সকলে যাতে মানুষের পরিচয়ে আসেন। কোনও রকম দলীয় পতাকা ব্যাতীত থাকুক মেয়েদের রাত দখল।