bollywood

দেবিনার শুটিং বিরতি

দেবিনার আপত্তির কারণ, সেটে একের পর এক ব্যক্তির করোনায় আক্রান্ত হওয়া। 

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২০ ০০:৫৬
Share:

দেবিনা বন্দ্যোপাধ্যায়

কাজ থেকে বিরতি নিলেন হিন্দি টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী দেবিনা বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি তিনি ছোট পর্দার শো ‘আলাদিন, নাম তো সুনা হোগা’র দ্বিতীয় সিজ়নের কাজ শেষ করেছেন। শোয়ের পরবর্তী সিজ়ন শুরু হবে এ বার। কিন্তু তার আগেই অভিনেত্রী জানিয়ে দেন, তিনি কাজ করতে পারবেন না। দেবিনার আপত্তির কারণ, সেটে একের পর এক ব্যক্তির করোনায় আক্রান্ত হওয়া।
দেবিনার পাশের ফ্ল্যাটেই থাকেন অভিনেতা সচিন ত্যাগী। সম্প্রতি তাঁর করোনা টেস্ট রিপোর্ট পজ়িটিভ এসেছে। ‘আলাদিন...’-এর সেটেও এক সহকারী পরিচালক অসুস্থ হওয়ায় ইউনিটের ১৫০ জন সদস্যকে করোনা টেস্ট করতে হয়। যদিও সকলের রিপোর্ট নেগেটিভ এসেছে। কিন্তু এই আতঙ্কের পরিবেশে অভিনেত্রী কাজ করতে স্বচ্ছন্দবোধ করছেন না। দেবিনা বললেন, ‘‘পরিবারের লোকদের কথা ভেবেই এ বছর আর শুটিংয়ে ফিরব না।’’ এখন নিজস্ব ইউটিউব চ্যানেলে আরও বেশি মন দেবেন তিনি। আর পোষ্যদের নিয়ে সময় কাটাবেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement