অনেক বছরের অপেক্ষার পরে মা হতে পেরে উৎফুল্ল শোভাবাজারের মেয়ে দেবিনা। সন্তানের জন্য তারকা দম্পতি গুরমিত চৌধরি এবং দেবিনা নতুন করে সাজিয়ে তুলেছেন নিজেদের ঘরবাড়ি। গোলাপি রঙে ভরে উঠেছে আবাসন। টেডি বিয়ার, ফুল, বেলুন দিয়ে সাজানো সেই বাড়ির ছবিও দিয়েছিলেন নতুন মা।
গুরমিত-দেবিনার সদ্যোজাত
গত ৩ এপ্রিল কন্যাসন্তানের মা হয়েছেন মুম্বইয়ের বাঙালি অভিনেত্রী দেবিনা বন্দ্যোপাধ্যায়। ৪ তারিখ সেই সুখবর দিয়েছিলেন দেবিনার স্বামী অভিনেতা গুরমিত চৌধরি। অনেক বছরের অপেক্ষার পরে মা হতে পেরে উৎফুল্ল শোভাবাজারের মেয়ে দেবিনা। সন্তানের জন্য তারকা দম্পতি নতুন করে সাজিয়ে তুলেছেন নিজেদের ঘরবাড়ি। গোলাপি রঙে ভরে উঠেছে আবাসন। টেডি বিয়ার, ফুল, বেলুন দিয়ে সাজানো সেই বাড়ির ছবিও দিয়েছিলেন নতুন মা।
দেবিনার নতুন একটি ভিডিয়োয় কেবল আরবসাগরের পাড়ের মানুষেরা নন, আপ্লুত হয়েছে বাংলাও। নচিকেতা চক্রবর্তীর বিখ্যাত গান গেয়ে গেয়ে সদ্যোজাতকে ঘুম পাড়াতে দেখা গিয়েছে দেবিনাকে। নিজেই সেই ভিডিয়ো পোস্ট করেছেন তিনি।
‘এ মন ব্যাকুল যখন তখন...’ নিজের ঘরে কন্যাসন্তানকে কোলে নিয়ে দুলতে দুলতে গানের দু’টি স্তবক গাইলেন দেবিনা। ভিডিয়োর সঙ্গে লিখলেন, ‘এক বাঙালি মা বাংলা ঘুমপাড়ানি গান গাইছে। সম্ভবত আজ আমি আরও বেশি করে নিজের মাতৃভাষাকে বুঝতে পারছি।’
অন্তঃসত্ত্বা থাকাকালীন সন্তানের স্বাস্থ্য নিয়ে খুবই দুশ্চিন্তায় ছিলেন দেবিনা। কারণ বেশ কয়েক বছর ধরে মা হওয়ার চেষ্টা করেছিলেন তিনি। কিন্তু তাঁর শারীরিক জটিলতা, বিভিন্ন চিকিৎসার কারণে সন্তান ধারণ করতে পারছিলেন না দেবিনা। তাই সন্তানের জন্মের সময় এগিয়ে আসার সঙ্গে সঙ্গে মনের মধ্যে নানা প্রশ্ন ভিড় করছিল— সন্তানের হৃদ্স্পন্দন ঠিক চলছে কিনা, আকার আয়তনে সে বাড়ছে কিনা ইত্যাদি। সমস্ত পরীক্ষার ফলাফল ঠিক আসছে তো? প্রত্যেক দিন পেরোলেই নতুন নতুন চিন্তায় ভারাক্রান্ত লাগছিল তাঁর। সব দুশ্চিন্তার অবসান হয়েছে গত ৩ তারিখ। আর তারই উদ্যাপন চলছে প্রতি দিন।