Darshana Banik

Darshana: কালো লেসের খোলামেলা পোশাকে লাস্যময়ী! শ্রাবন্তীর থেকে ওমকে কেড়ে নিতে মরিয়া দর্শনা?

‘পাশের বাড়ির মেয়ে’ হয়ে থাকতে রাজি নন দর্শনা বণিক। তাই তিনি কালো লেসের খোলামেলা পোশাকে! ওম সাহানির সঙ্গে দর্শকদেরও রাতের ঘুম কাড়বেন?

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ মে ২০২২ ২২:৪১
Share:

নাচের দৃশ্যে দর্শনা। নিজস্ব চিত্র।

আজীবন তাঁর নামের পাশে তকমা, ‘কী মিষ্টি’! এই প্রথম তিনি উষ্ণ, ঝাঁঝালো। এই প্রথম দর্শনা বণিক আইটেম গার্ল!

কালো লেসের পোশাকে বাঁধভাঙা যৌবন। লেসের ব্লাউজ, ঘাঘরা পরনে। ও ভাবেই তিনি অনুরাগীদের ঘুম কাড়তে আসছেন ‘ভয় পেও না’ ছবিতে। ওম সাহানির সঙ্গে আইটেম গানে অংশ নিয়েছেন। ছবি প্রকাশ্যে আসতেই অনুরাগীদের দাবি, শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের থেকে ওমকে কেড়ে নিতে নাকি মরিয়া দর্শনা।

Advertisement

দর্শনার সঙ্গে পা মিলিয়েছেন ওম সাহানিও।

সামান্থা রুথ প্রভুর মতো অভিনেত্রীও আইটেম গানে অংশ নিতে দু’বার ভাবেন। ‘পু্ষ্পা’ ছবিতে তিনি প্রথম আইটেম গানে নাচেন। সেই সময় প্রচণ্ড দুশ্চিন্তায় ছিলেন সামান্থা। দর্শক-অনুরাগীরা কোন চোখে দেখবেন তাঁর নতুন রূপ? খোলামেলা পোশাকেই বা দেখতে কেমন লাগবে তাঁকে? এই সব ভেবে ভয় পেয়েছিলেন তিনি। নাচে, গানে যৌন আবেদন ফুটিয়ে তোলার সেই ভয় দর্শনার নেই? জানতে চেয়েছিল আনন্দবাজার অনলাইন।

অভিনেত্রীর সাফ জবাব, ‘‘সারা ক্ষণ ‘মিষ্টি মেয়ে’ শুনতে আর ভাল লাগে না। দর্শকেরা আমায় সব রূপে দেখুক, এটাই চাই। আমি যেমন পাশের বাড়ির মেয়ে। দরকারে সেই আমিই হাস্যে-লাস্যে পর্দায় উষ্ণতা ছড়াতে পারি, এটাও জানুক সবাই। নিজেকে নির্দিষ্ট গণ্ডিতে বাঁধব না বলেই সাহসী গানের দৃশ্যে অংশ নিলাম।’’ আইটেম গান-মুক্তি ১৯ মে। গেয়েছেন অন্তরা মিত্র। দর্শনার অগ্নিপরীক্ষা ২৭ মে। ওই দিন অমিত দে পরিচালিত ছবিটি মুক্তি পাবে প্রেক্ষাগৃহে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement