Entertainment news

দবংয়ে এ বার ‘মুন্না বদনাম হুয়া’, ১৪ ঘণ্টাতেই ভাইরাল প্রভুদেবা-সলমন ডুয়েল

এই গানে সলমন খানের পাশাপাশি ‘মুন্নি’র সঙ্গে নাচতে দেখা যাবে প্রভুদেবাকেও। প্রভুদেবা দবং ৩-এর পরিচালক। তবে গানটির কোরিওগ্রাফি করেছেন বৈভবী মার্চেন্ট।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০১ ডিসেম্বর ২০১৯ ১১:৩০
Share:

দবং ৩-এর গানে একসঙ্গে নাচলেন সলমন খান এবং প্রভুদেবা।

মুক্তি পেল হিন্দি অ্যাকশন-কমেডি ফিল্ম দবং ৩-এর বহু প্রতিক্ষিত গান ‘মুন্না বদনাম হুয়া’ গানটি। এই গানে সলমন খানের পাশাপাশি ‘মুন্নি’র সঙ্গে নাচতে দেখা যাবে প্রভুদেবাকেও। প্রভুদেবা দবং ৩-এর পরিচালক। তবে গানটির কোরিওগ্রাফি করেছেন বৈভবী মার্চেন্ট।

Advertisement

এই বছরেই দবং ৩ মুক্তি পাওয়ার কথা। মুক্তির সম্ভাব্য তারিখ ২০ ডিসেম্বর। দবং ৩-তে ডেবিউ করবেন অভিনেতা সঞ্জয় মঞ্জেকরের মেয়ে সাই মঞ্জরেকর। তবে ছবির মূল নায়িকা হিসাবে সোনাক্ষী সিন্‌হাই থাকছেন। সাইকে দেখা যাবে চুলবুল পাণ্ডের প্রিক্যুয়েলে। চুলবুল পাণ্ডে পুলিশের চাকরিতে যোগ দেওয়ার একেবারে প্রথমের দিকেই সাইয়ের সঙ্গে সলমনকে রোমান্স করতে দেখা যাবে। ছবিতে সাইয়ের নাম হয়েছে খুশি।

এর আগের দুটো দবং-ই হিট করেছে বক্স অফিসে। দবং ৩ নিয়েও আশাবাদী দর্শকেরা। দবং ৩-এর মুক্তি পাওয়া গান নিয়েও বেশ শোরগোল পড়েছে নেটিজেনদের মধ্যে। এই গানে সলমন, প্রভুদেবা ছাড়াও দেখা যাবে ওয়ারিনা হুসেনকে। গানটি ইউটিউবে প্রকাশ পাওয়ার ১৪ ঘণ্টার মধ্যেই প্রায় সাড়ে ৯ লক্ষ বার দেখা হয়ে গিয়েছে।

Advertisement

আরও পড়ুন: পরিণতি পেল না বিবাহিত পরিচালকের সঙ্গে সম্পর্ক,অবিবাহিত থাকলেন আশা

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement