Bigg Boss Update

শাহরুখ-পুত্রকে জেল থেকে বার করেছিলেন তিনি, এ বার সেই আইনজীবীই বন্দি থাকবেন দিনের পর দিন

তাঁর মক্কেলের তালিকায় রয়েছে আরিয়ান খান, ইন্দ্রাণী মুখোপাধ্যায়ের মতো ওজনদারেরা। এ বার নামজাদা সেই আইনজীবী পা রাখলেন সলমন খানের জনপ্রিয় শো ‘বিগ বস্‌ ১৭’-র ঘরে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৬ অক্টোবর ২০২৩ ১৫:৫১
Share:

শাহরুখ খান ও আরিয়ান খান। ছবি: সংগৃহীত।

টেলিভিশনের অন্যতম জনপ্রিয় রিয়্যালিটি শো ‘বিগ বস্‌’। চলতি বছরে ১৭তম সিজ়নে পা দিচ্ছে ছোট পর্দায় এই রিয়্যালিটি শো। প্রতি বছরের মতো এই সিজ়নেও সঞ্চালনার দায়িত্বে রয়েছেন সলমন খান। তবে ‘বিগ বস্‌’-এর ১৭তম সিজ়নকে ঢেলে সাজিয়েছেন নির্মাতারা। রেখেছেন বেশ কিছু চমকও। তার মধ্যে অন্যতম আকর্ষণীয় রিয়্যালিটি শোয়ের চলতি বছরের প্রতিযোগীদের তালিকা। অভিনেত্রী, কৌতুকশিল্পী, সমাজমাধ্যমের প্রভাবীরা তো আছেনই। এ বার ‘বিগ বস্‌’-এর ঘরে পা রাখছেন দুঁদে এক আইনজীবীও। সলমন সঞ্চালিত এই রিয়্যালিটি শোয়ে অন্যতম প্রতিযোগী হিসাবে থাকছেন আইনজীবী সানা রইস খান।

Advertisement

আইনজীবী সানা রইস খান। ছবি: সংগৃহীত।

পেশায় আইনজীবী তিনি, আরও বিশদে বলতে গেলে অপরাধমূলক মামলা নিয়ে কাজ তাঁর। তাঁর মক্কেলের তালিকায় নাম আছে শাহরুখ খানের পুত্র আরিয়ান খানেরও। কয়েক বছর আগে মুম্বই মাদককাণ্ডে নাম জড়িয়েছিল আরিয়ানের। সেই মামলায় হাজতবাসও হয়েছিল বাদশাপুত্রের। আরিয়ানের জামিনের মামলা আদালতে লড়েছিলেন সানা। আরিয়ানকে জেল থেকে বাইরে নিয়ে এসেছিলেন তিনিই। শুধু আরিয়ানই নন, ইন্দ্রাণী মুখোপাধ্যায়ের মতো ওজনদার মক্কেলের হয়েও মামলা লড়েছেন সানা। শিনা বোরা হত্যা মামলায় ইন্দ্রাণীর হয়ে আদালতে সওয়াল করেছিলেন তিনি। সেই দুঁদে আইনজীবী এ বার ‘বিগ বস্‌ ১৭’-র ঘরে।

পেশায় আইনজীবী হলেও সমাজমাধ্যমের পাতায় প্রভাবী হিসাবেও খ্যাতি অর্জন করেছেন সানা। ইনস্টাগ্রামে তাঁর অনুগামীর সংখ্যা প্রায় ৫০ হাজার। আইনকানুন ও অপরাধ জগতের সঙ্গে এত দিন ধরে লড়ছেন সানা। এ বার বিনোদন জগতে পা রাখছেন তিনি। তর্কের জোরে কি ‘বিগ বস্‌’ জিততে পারবেন আইনজীবী? ভবিষ্যতেই বা কোন খাতে বইবে তাঁর জীবন? এ বার সেটাই দেখার।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement