Shubman Gill

বাইশ গজ থেকে বলিপাড়ায় চর্চা, ফের কাকে মন দিলেন ক্রিকেটার শুভমন গিল?

বাইশ গজের চেয়ে বলি পাড়াতেই তাঁকে নিয়ে বেশি চর্চা। সারা-সঙ্গ কাটিয়ে এ বার কার দিকে মন ভারতীয় ক্রিকেট তারকার?

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৬ মার্চ ২০২৩ ১৭:০৬
Share:

সারা আলি খান নন, অন্য নায়িকার দিকে ঝুঁকেছেন শুভমন। ছবি: সংগৃহীত।

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা তিনি। বাইশ গজে নিজের ক্যারিশমার জন্য একাধিক বার শিরোনামে উঠে এসেছেন তিনি। তবে শিরোনামে উঠে আসার নেপথ্যে সেটাই একমাত্র কারণ নয়। নিজের রঙিন প্রেম জীবনের কারণেও প্রচারের আলোয় শুভমন গিল। এমনিতেই সারা-ময় শুভমনের জীবন। কখনও সচিন তেন্ডুলকর কন্যা, কখনও আবার বলিউডের নবাব-কন্যার সঙ্গে নাম জড়িয়েছে ক্রিকেটারের। তবে সে সব এখন অতীত। অন্য এক নায়িকার জন্য মন উড়ুউড়ু ক্রিকেট তারকার। কে সেই অভিনেত্রী? প্রশ্ন করতেই লাজুক মুখে শুভমনের উত্তর, ‘‘রশ্মিকা মন্দনা।’’

Advertisement

শুভমনের গিলের নতুন ‘ক্রাশ’ অভিনেত্রী রশ্মিকা মন্দনা। ছবি: সংগৃহীত।

২০১৬ সালে ‘কিরিক পার্টি’ ছবির হাত ধরে সিনেমার জগতে আত্মপ্রকাশ রশ্মিকার। তার পর ‘গীত গোবিন্দম’, ‘ডিয়ার কমরেড’-এর মতো ছবিতে অভিনয় করেছেন তিনি। ‘পুষ্পা: দ্য রাইজ়’ ছবি তাঁকে সর্বভারতীয় পরিচিতি এনে দেয়। নিজের সারল্য ও মিষ্টি ব্যবহারের জন্য গোটা দেশের ‘ক্রাশ’ তকমা পান রশ্মিকা। বলিউডে পা রেখে ইতিমধ্যেই দুটো ছবিতে অভিনয় করে ফেলেছেন তিনি। ‘গুডবাই’ ও ‘মিশন মজনু’ ছবিতে কাজ করার পরে আপাতত সন্দীপ রেড্ডির বঙ্গার ‘অ্যানিমাল’ ছবির জন্য শুটিং করছেন রশ্মিকা। ওই ছবিতে রণবীর কপূরের বিপরীতে দেখা যাবে তাঁকে। অভিনেত্রীর প্রেমজীবন নিয়ে চর্চার অন্ত নেই। শোনা যায়, দক্ষিণী তারকা বিজয় দেবেরাকোন্ডার সঙ্গে প্রেম করছেন রশ্মিকা। যদিও এ নিয়ে সংবাদমাধ্যমের সামনে কখনও মুখ খোলেননি অভিনেত্রী।

অন্য দিকে, একাধিক বার দুই সারার সঙ্গে নাম জড়িয়েছে শুভমন গিলের। কখনও সারা আলি খান, কখনও আবার সারা তেন্ডুলকরের সঙ্গে প্রেমের জল্পনা তৈরি হয়েছে তাঁকে ঘিরে। গত মাসে প্রেম দিবসে লন্ডনের একটি ক্যাফেতে বসে তোলা ছবি সমাজমাধ্যমে পোস্ট করেছিলে শুভমন। ছবির নীচে ক্রিকেটারের প্রশ্ন, ‘‘আজ যেন কোন দিন?’’ কাকতালীয় ভাবে ওই একই ক্যাফেতে ছবি রয়েছে সারা তেন্ডুলকরেরও। দুইয়ে দুইয়ে চার করতে সময় লাগেনি নেটাগরিকদের। আবার তার আগে জানুয়ারি মাস নাগাদ সমাজমাধ্যমে ভাইরাল হয়েছিল সারা আলি খান ও শুভমনের একটি ছবি। এক বিমানন্দরে একে অপরের সঙ্গে গল্পে বুঁদ হয়ে ছিলেন শুভমন ও সারা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement