Indian 2

কমল হাসনের ছবির শুটিং সেটে ক্রেন ভেঙে মৃত ৩, আহত ১০

সংবাদ সংস্থা সূত্রে খবর, বুধবার রাতে আচমকাই একটি ক্রেনের উপর লাইট সেট আপ করতে গিয়ে ক্রেনটি ভেঙে পড়ে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০২০ ০২:৫৬
Share:

ভেঙে পড়া শুটিং সেট।

অভিনেতা কমল হাসন এবং রাকুল প্রীত অভিনীত ছবি ‘ইন্ডিয়ান ২’ ছবির সেটে ঘটল ভয়াবহ দুর্ঘটনা। সেট তৈরির সময় ক্রেন ভেঙে পড়ে মৃত্যু হল কমপক্ষে তিন জনের। আহত প্রায় দশ জনের অবস্থাও আশঙ্কাজনক। তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Advertisement

সংবাদ সংস্থা সূত্রে খবর, বুধবার রাতে আচমকাই একটি ক্রেনের উপর লাইট সেট আপ করতে গিয়ে ক্রেনটি ভেঙে পড়ে। প্রথমে জানা গিয়েছিল ছবির পরিচালক শঙ্কর গুরুতর আহত হয়েছেন। কিন্তু পরে জানা যায়, অল্পের জন্য রক্ষা পেয়েছেন তিনি। শঙ্কর অক্ষত থাকলেও তাঁর ব্যক্তিগত সহকারী মধু (২৯) এবং সহকারী পরিচালক কৃষ্ণর (৩৪) ঘটনাস্থলেই মৃত্যু হয়।

গোটা ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন কমল হাসন। টুইটারে তিনি লেখেন, “জীবনে অনেক দুর্ঘটনার সম্মুখীন হতে হয়েছে। কিন্তু আজকের ঘটনা সব কিছুকে ছাপিয়ে গিয়েছে। তিনজন সহকর্মীকে হারালাম। তাঁদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।” সূত্রের খবর, সে সময় শুটিং স্পটেই ছিলেন তিনি। তবে তাঁর কোনও ক্ষতি হয়নি। তিনিই আহতদের হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন।

Advertisement

দেখুন কমল হাসানের টুইট

আরও পড়ুন-আমাদের কাছে তাপস আঙ্কল মানেই, একটার পর একটা ব্লকবাস্টার ছবি: সোহম

২০২১ নাগাদ মুক্তি পাওয়ার কথা রয়েছে ওই ছবির। কমল হাসন ছাড়াও ছবিতে রয়েছেন রাকুল প্রীত এবং কাজল আগরওয়াল। ‘ইন্ডিয়ান ২’এর দুটি গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন তাঁরা।

দেখুন রাখুলের টুইট

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement