Bollywood

কোভিড ত্রাসে বলিউড

অর্জুন রামপাল, নীল নীতিন মুকেশ, সমীরা রেড্ডি-সহ বলিউডের আরও একঝাঁক তারকা কোভিডে আক্রান্ত হয়েছেন সদ্য।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৯ এপ্রিল ২০২১ ০৬:৫৩
Share:

সনু সুদ ফাইল চিত্র

কোভিডের দ্বিতীয় ঢেউ যখন ত্রাস সৃষ্টি করেছে দেশ জুড়ে, সেই সময়ে হরিদ্বারে আয়োজিত কুম্ভমেলার ভিড় দেখে আশঙ্কা প্রকাশ করেছেন অনেক তারকাই। তাঁদের অনেককেই আবার ধর্মীয় ভাবাবেগে আঘাত দেওয়ার অভিযোগে হুমকির মুখে পড়তে হয়েছে। কুম্ভমেলার ভিড়ের ছবি দেখে ‘শকিং’ লিখে পোস্ট করেছেন মালাইকা অরোরা। গায়ক শান টুইট করেছেন, ‘‘আমরা নিজেরাই যখন নিজেদের আর পরিবারকে বাঁচানোর চেষ্টা করছি না, ঈশ্বর আমাদের কেন বাঁচাবেন?’’ পরিচালক রামগোপাল বর্মা, অনুভব সিংহরা আবার সরাসরি আঙুল তুলেছেন রাজনৈতিক দলগুলির দিকে। অভিনেত্রী সোনি রাজ়দানও একই সুরে বলেছেন, ‘‘কুম্ভমেলা, না রাজনৈতিক মিছিলের ভিডিয়ো... কোনটা দেখে বেশি আতঙ্কিত হব, বুঝতে পারছি না।’’ অভিনেতা কর্ণ ওয়াহি দিনদুয়েক আগেই মেলায় ভিড় করা নাগা সাধুদের নিয়ে মন্তব্য করে খুনের হুমকি পেয়েছেন। তবে সমালোচনা থেমে নেই তাতে।

Advertisement

অন্য দিকে শনিবারই কোভিডে আক্রান্ত হওয়ার খবর জানিয়েছিলেন সোনু সুদ। কাজের সূত্রে বিভিন্ন লোকের সঙ্গে সাক্ষাৎ এড়াতে না পেরেই ভাইরাসে আক্রান্ত হয়েছেন, এ কথাও স্বীকার করে নিয়েছেন অভিনেতা। গত বছর থেকেই কোভিডের বিরুদ্ধে লড়াইয়ের অন্যতম মুখ হয়ে উঠেছেন বলিউডের এই অভিনেতা। করোনার দ্বিতীয় ঢেউ মহারাষ্ট্র ছেয়ে ফেলার পরেও সোনু ভ্যাকসিনেশন নিয়ে কাজ করে যাচ্ছিলেন। এ ক্ষেত্রে তাঁকে পঞ্জাবের ব্র্যান্ড অ্যাম্বাসেডরও করা হয়। নিজে ভ্যাকসিনের প্রথম ডোজ় নেওয়ার দশ দিনের মধ্যেই আক্রান্ত হলেন সোনু। আপাতত আইসোলেশনে আছেন তিনি। তবে কাজ বন্ধ রাখবেন না, সেটাও জানিয়েছেন।

অর্জুন রামপাল, নীল নীতিন মুকেশ, সমীরা রেড্ডি-সহ বলিউডের আরও একঝাঁক তারকা কোভিডে আক্রান্ত হয়েছেন সদ্য। সম্প্রতি অপর্ণা সেন পরিচালিত ‘দ্য রেপিস্ট’ ছবির শুটিং করেছেন অর্জুন। সে ছবিতে তাঁর সহ-অভিনেত্রী কঙ্কণা সেন শর্মা দ্রুত আরোগ্য কামনা করেছেন অভিনেতার। গত বছর ‘নেল পলিশ’ ওয়েব-ছবির শুটিং চলাকালীন অর্জুনের দুই সহ-অভিনেতা মানব কল ও আনন্দ তিওয়ারির কোভিড হলেও অর্জুনের হয়নি। এ বার আক্রান্ত হয়ে চিন্তায় রয়েছেন তিনি। পোস্টে লিখেছেন, ‘‘এটা আমাদের কাছে খুবই ভয়ের সময়।’’

Advertisement

মালাইকা

নীল নীতিন মুকেশ ও তাঁর পরিবারের প্রায় সকলে একসঙ্গে আক্রান্ত হয়েছেন কোভিডে। নীলের দু’বছরের কন্যা নুরভিও পজ়িটিভ। ‘‘একমাত্র মা-ই এখনও পর্যন্ত সুস্থ আছেন। পরিবারের বাকি সকলের রিপোর্ট পজ়িটিভ এসেছে,’’ এক সাক্ষাৎকারে বলেছেন নীল। সমীরা রেড্ডিও আক্রান্ত হয়েছেন সদ্য।

বলিউডের পাশাপাশি টলিউডেও আক্রান্তের সংখ্যা বাড়ছে। শনিবারই পরিচালক অনিকেত চট্টোপাধ্যায়, ছোট পর্দার জনপ্রিয় মুখ রেজ়ওয়ান রব্বানি শেখের করোনায় আক্রান্ত হওয়ার খবর জানা গিয়েছিল। ঋতব্রত মুখোপাধ্যায় রবিবার পোস্ট দিয়ে জানান, তাঁরও করোনা রিপোর্ট পজ়িটিভ এসেছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement