মধুমিতা সরকার।
করোনাভাইরাস নিয়ে উদ্বিগ্ন পশ্চিমবঙ্গ।বন্ধ স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, সিনেমা হল। শুটিংও বন্ধের পথে। এই অবস্থায় ভিডিও পোস্ট করলেন অভিনেত্রী মধুমিতা সরকার।
জিম করতে করতে আনন্দবাজার ডিজিটালকে বললেন, “খুব ভাল কথা ভাইরাস দূরে রাখার জন্য আমরা বার বার জল দিয়ে হাত ধুচ্ছি। কিন্তু তার মানে তো এই নয় যে কল খুলে জল নষ্ট করে বার বার হাত ধোব। একটু ভাবুন, ভারতের মতো বিপুল জনসংখ্যার দেশে এই ভাইরাস থেকে মুক্তি পেতে জলও বাঁচিয়ে রাখতে হবে আমদের” সতর্ক করলেন মধুমিতা।
ভাইরাস মুক্ত করতে দেশে প্রয়োজন জল, এই গুরুত্বপূর্ণ বিষয়কে তুলে ধরলেন নায়িকা। সচেতনতা বাড়াতে চাইলেও নায়িকা নিজে এখনও মাস্ক ব্যবহার করছেন না, বললেন “খুব বাড়াবাড়ি কিছু বুঝলে মাস্ক পড়ব। আর আমি জিম চালিয়ে যাব। দেখুন সাবধান হব আমরা। কিন্তু প্যানিক করব না। প্যানিক করলেই মানুষ ভুল কাজ বেশি করে”।সদ্য পিছিয়ে গেছে মৈনাক ভৌমিকের ‘চিনি’-র শুট। আপাতত মধুমিতা জিমেই বেশি সময় কাটাচ্ছেন।
আরও পড়ুন-করোনা আতঙ্কের মধ্যেই ব্রিটেনে শুটিংয়ে ব্যস্ত মিমি
দেখুন কী বলছেন মধুমিতা